'লক্ষ্মীর' বিরুদ্ধে 'দ্রৌপদী' প্রার্থী ? ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই

রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রতিটি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজ্যের প্রতিনিধি-সহ অন্যান্যরা। দলীয় সূত্রে খবর, উত্তর হাওড়া কেন্দ্রে রূপা গাঙ্গুলি, জোড়াসাঁকো কেন্দ্রে রাহুল সিনহা, চৌরঙ্গি কেন্দ্রে রীতেশ তেওয়ারি, বারাকপুরে আর কে হান্ডা, কামারহাটি কেন্দ্রে কৃশাণু মিত্র এবং বালুরঘাটে সুমন ব্যানার্জি দলের প্রার্থী হচ্ছেন। এছাড়া বিধানননগর কেন্দ্রের জন্য উঠে এসেছে জেনারেল শঙ্কর রায়চৌধুরী ও সাংবাদিক মানস ঘোষের নাম। এই কেন্দ্রের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Updated By: Mar 17, 2016, 12:01 AM IST
'লক্ষ্মীর' বিরুদ্ধে 'দ্রৌপদী' প্রার্থী ? ঘোষণা কয়েক ঘণ্টার মধ্যেই

ওয়েব ডেস্ক: রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সংসদীয় কমিটির বৈঠকে প্রতিটি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। বৈঠকে থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজ্যের প্রতিনিধি-সহ অন্যান্যরা। দলীয় সূত্রে খবর, উত্তর হাওড়া কেন্দ্রে রূপা গাঙ্গুলি, জোড়াসাঁকো কেন্দ্রে রাহুল সিনহা, চৌরঙ্গি কেন্দ্রে রীতেশ তেওয়ারি, বারাকপুরে আর কে হান্ডা, কামারহাটি কেন্দ্রে কৃশাণু মিত্র এবং বালুরঘাটে সুমন ব্যানার্জি দলের প্রার্থী হচ্ছেন। এছাড়া বিধানননগর কেন্দ্রের জন্য উঠে এসেছে জেনারেল শঙ্কর রায়চৌধুরী ও সাংবাদিক মানস ঘোষের নাম। এই কেন্দ্রের প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

.