আজ মহাপঞ্চমী, উত্‍সবের মুডে সুইচ অন শহরের

আজ মহাপঞ্চমী। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সবের কাউন্টডাউন। প্যান্ডেলে প্যান্ডেলে ঢুঁ মারা শুরু। প্যান্ডেলে ঘোরার সাথে রেস্টুরেন্টের ভিড়ও ছিল একেবারে চোখে পড়ার মতো।  নামকরা থেকে অনামী-ঠাকুর দেখার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনওটাই। শুধুমাত্র চতুর্থী নয়, তৃতীয়ার রাত থেকেই মণ্ডপগুলিতে ভিড় জমেছিল অষ্টমীর রাতের মতো।   

Updated By: Oct 18, 2015, 03:52 PM IST
আজ মহাপঞ্চমী, উত্‍সবের মুডে সুইচ অন শহরের

ওয়েব ডেস্ক: আজ মহাপঞ্চমী। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সবের কাউন্টডাউন। প্যান্ডেলে প্যান্ডেলে ঢুঁ মারা শুরু। প্যান্ডেলে ঘোরার সাথে রেস্টুরেন্টের ভিড়ও ছিল একেবারে চোখে পড়ার মতো।  নামকরা থেকে অনামী-ঠাকুর দেখার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনওটাই। শুধুমাত্র চতুর্থী নয়, তৃতীয়ার রাত থেকেই মণ্ডপগুলিতে ভিড় জমেছিল অষ্টমীর রাতের মতো।   

একে পঞ্চমী, তারওপর আবার রবিবার। সকাল থেকেই বাঙালি একেবারে উত্‍সবের মুডে সুইচ অন করে ফেলেছে। সকাল থেকেই পুজো দেখতে বেরিয়ে গিয়েছে আপামোর বাঙালি। তার মধ্যে পঞ্চমীর দিন রবিবার পড়ায় সকাল থেকে কোনও সময় নষ্ট না করেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছেন সকলে। 

.