শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তর ২৫ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজত

তপসিয়ায় শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মহম্মদ ইমতিয়াজকে আগামী ২৫ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আজ দোষীদের ফাঁসির দাবিতে আদালত চত্ত্বরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন ধর্ষিতা শিশু কন্যার পরিবারও।

Updated By: Sep 16, 2013, 10:22 PM IST

তপসিয়ায় শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মহম্মদ ইমতিয়াজকে আগামী ২৫ তারিখ পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আজ দোষীদের ফাঁসির দাবিতে আদালত চত্ত্বরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন ধর্ষিতা শিশু কন্যার পরিবারও।
গতকাল রাতে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই যুবক মহম্মদ ইমতিয়াজের বিরুদ্ধে। চকোলেট দেওয়ার নাম করে ওই শিশুকন্যাকে বাড়ির কাছে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শিশুকন্যা। ধরা পড়ে যায় মহম্মদ ইমতিয়াজ। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। নির্যাতিতা শিশুকন্যা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। 

.