সরকারি অনুমোদিতক কলেজে এবার শুরু হতে চলেছে ট্রান্সফার পদ্ধতি

Updated By: Oct 12, 2017, 12:01 AM IST

নিজেস্ব প্রতিনিধি : সরকারি অনুমোদিতক কলেজে এবার শুরু হতে চলেছে ট্রান্সফার পদ্ধতি। সেক্ষেত্রে চাকরির পাঁচ বছরের পর থেকে আবেদন করতে পারবেন চারকিজীবীরা। এ সপ্তাহে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করবে উচ্চশিক্ষা দফতর। 

এতদিন পর্যন্ত সরকারি কলেজে ট্রান্সফার পদ্ধতি চালু থাকলেও, অনুমোদিত কলেছে ছিল না। সম্প্রতি রাজ্য সরকারে আনা উচ্চশিক্ষা বিলে পরিবর্তন এনে সেই ব্যবস্থা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে নতুন বিল অনুযায়ী একজন অধ্যাপক নিজে থেকে ট্রান্সফারের আবেদন যেমন করতে পারবেন, তেমনই সরকার মনে করলে জবস্বার্থে ট্রান্সফার করতেও পারবেন একজন অধ্যাপককে।

.