কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তৃণমূলের

নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার সংঘাত আরও চরমে। আজ ফের একবার পক্ষপাতিত্বের অভিযোগ এনে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি বলেন, রাজ্য সরকারকে নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছে তার খসরা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দফতরে।

Updated By: Mar 29, 2013, 05:04 PM IST

নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার সংঘাত আরও চরমে। আজ ফের একবার পক্ষপাতিত্বের অভিযোগ এনে কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি বলেন, রাজ্য সরকারকে নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়েছে তার খসরা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দফতরে।
রাজ্যপালের কাছে কমিশনের দরবার করা নিয়েও কটাক্ষ করেন মুকুল। তিনি বলেন, ``কমিশনের সঙ্গে ১২ দফা আলোচনা করেছে রাজ্য সরকার। কমিশনার বারবার ভোট পিছিয়ে দিচ্ছে।" চিঠি চাপাটি করে সময় নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করে তৃণমূল।
তিনি আরও বলেন, ``মানুষ ভোটের জন্য মুখিয়ে রয়েছে। অজ্ঞাত কারণে ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত ভোট হল না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বহু রাজনৈতিক দল সমর্থন করে।"
মুকুল রায়ের সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহার পাল্টা অভিযোগ, "আসলে নির্বাচন করেতে চাইছে না রাজ্য সরকার নিজে।"

.