যাদবপুর সম্মিলিত বিদ্যাপীঠ স্কুলে নিয়োগ দুই মহিলা নিরাপত্তাকর্মী

Updated By: Jul 16, 2014, 05:17 PM IST
যাদবপুর সম্মিলিত বিদ্যাপীঠ স্কুলে নিয়োগ দুই মহিলা নিরাপত্তাকর্মী

যাদবপুর সম্মিলিত বিদ্যাপীঠ স্কুলে নিয়োগ করা হল দুজন মহিলা নিরাপত্তাকর্মী ।  নিরাপত্তার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠিও দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ছাব্বিশে জুলাই অভিভাবকদের বৈঠকে ডাকা হয়েছে।

সোমবার শৌচালয়ে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় উত্তেজনা ছড়ায় যাদবপুর সম্মিলিত বিদ্যাপীঠ স্কুলে।  মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।   বুধবার স্কুল খোলা থাকলেও অনেক অভিভাবকই  পাঠাননি সন্তানদের। স্কুল কর্তৃপক্ষের ডাকা ছাব্বিশ তারিখের বৈঠকের পরই এবিষয়ে সিদ্ধান্ত হবে বলে মনে করছেন অভিভাবকরা।

তবে গোটা ঘটনায় শুধুমাত্র স্কুলের শিক্ষিকাদের কাঠগড়ায় তুলতে নারাজ অভিভাবকদের একাংশ। ছাত্রীদের নিরাপত্তায় স্কুলে দুজন মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ করেছে স্কুলকর্তৃপক্ষ। নিরাপত্তার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠিও দিচ্ছে কর্তৃপক্ষ।

.