উল্টোডাঙায় ধস, ব্যাহত যান চলাচল

ফের ধস নামল কলকাতার রাস্তায়।  আজ ধস নামে উল্টোডাঙার মোড়ে। ভর সন্ধেয় ট্রাম লাইনের গা ঘেঁষে ধস দেখা যায়। লম্বায় দশ ফুট, চওড়ায় তিন ফুট গর্ত তৈরি হয়।  রাস্তার মাঝামাঝি অংশে ধস নামায় তৈরি হয় ব্যাপক যানজট।  পরিস্থিতি সামাল দিতে  ঘটনাস্থলে যান পুরসভা ও পূর্তদফতরের অফিসাররা।

Updated By: Oct 22, 2014, 10:44 PM IST
 উল্টোডাঙায় ধস, ব্যাহত যান চলাচল

কলকাতা: ফের ধস নামল কলকাতার রাস্তায়।  আজ ধস নামে উল্টোডাঙার মোড়ে। ভর সন্ধেয় ট্রাম লাইনের গা ঘেঁষে ধস দেখা যায়। লম্বায় দশ ফুট, চওড়ায় তিন ফুট গর্ত তৈরি হয়।  রাস্তার মাঝামাঝি অংশে ধস নামায় তৈরি হয় ব্যাপক যানজট।  পরিস্থিতি সামাল দিতে  ঘটনাস্থলে যান পুরসভা ও পূর্তদফতরের অফিসাররা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন মেয়র পারিষদ অতীন ঘোষও। ঘটনাস্থলে রয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। ঘটনাস্থলে যাচ্ছেন মেয়র। কী কারণে ধস তা খতিয়ে দেখছেন পুরসভার আধিকারিকরা।  গতকাল সকালে ধস নেমেছিল সেন্ট্রাল অ্যাভিনিউয়ে।  শহরের রাস্তায় কেন বার বার  ধস নামছে তার কারণ খুঁজছে পুরসভা।   

 

.