নতুন করে সাজছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

নতুন করে সাজবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ২০১৭ মধ্যে সংগ্রহশালার আর্ট গ্যালারি আরও সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জোর দেওয়া হয়েছে বাগানের নান্দনিক শ্রীবৃদ্ধিতেও।  

Updated By: Jul 18, 2014, 04:46 PM IST
নতুন করে সাজছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

কলকাতা: নতুন করে সাজবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ২০১৭ মধ্যে সংগ্রহশালার আর্ট গ্যালারি আরও সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জোর দেওয়া হয়েছে বাগানের নান্দনিক শ্রীবৃদ্ধিতেও।  

ছবির ফ্রেমে বাঁধা অতীত। নথির ফিতেয় বন্দি ইতিহাস। ইতিহাসের সাক্ষী ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নিজেও ইতিহাস। সেই ইতিহাসই আরও সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ভিক্টোরিয়ায় এবার স্থান পাবে আধুনিক ইতিহাসও।

বর্তমানে ভবনে নটি গ্যালারি রয়েছে। দুষ্প্রাপ্য ডাকটিকিট ও মুদ্রা সংগ্রহের একটি গ্যালারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সঙ্গে থাকবে এগজিবিটগুলির আরও বিস্তারিত তথ্য। তার সঙ্গে যোগ হচ্ছে উনবিংশ ও বিংশ শতকের দুষ্প্রাপ্য  ছবির সম্ভার।

ভিক্টোরিয়াকে সমৃদ্ধ করতে চলেছে,

অবনীন্দ্রনাথ ঠাকুরের জলরঙে আঁকা ভারতমাতার ছবি
অবনীন্দ্রনাথ ঠাকুরেরই অন্তিম শয্যায় শাহজাহানের ছবি
টিপু সুলতানের যুদ্ধের ডায়রি
আকবরনামার পাণ্ডুলিপির প্রথম পাতা
আইনি আকবরির পাণ্ডুলিপির প্রথম পাতা
পৌরাণিক নল ও দময়ন্তী কাহিনীর অনুবাদ
জয়দেবের গীত গোবিন্দের পাণ্ডুলিপি

শান্তিনিকেতনে সস্ত্রীক মহাত্মা গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের ফোটোগ্রাফ, তারিখ তেইশে এপ্রিল উনিশশো চল্লিশ  

এছাড়ার থাকছে পুরনো চেহারায় হাওড়া ব্রিজ, নিউ মার্কেট, এবং পুরনো কলকাতার বেশ কিছু ছবি। জোর দেওয়া হবে  বাগানের সৌন্দর্যায়ন এবং নিরাপত্তাতেও।

 

.