ভাইরাল ভিডিয়ো: ভেনিস না বেহালা! বৃষ্টির জমা জলে বোটে সওয়ার বাসিন্দারা

টানা বৃষ্টিতে জলমগ্ন বেহালা। 

Updated By: Aug 17, 2019, 10:31 PM IST
ভাইরাল ভিডিয়ো: ভেনিস না বেহালা! বৃষ্টির জমা জলে বোটে সওয়ার বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদন: টানা বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই জলে থই থই বেহালা। পরিস্থিতি এমন যে বোট নিয়ে বেড়িয়ে পড়েছেন এলাকাবাসী। আর সেই ভিডিয়ো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।    

সৌরভ গঙ্গোপাধ্যায়, দুর্গাপুজো আর সঙ্গে জল-দুর্ভোগ। বেহালার নামের সঙ্গে অনেকেই এমন রসিকতা করে থাকেন। ফি বছর বর্ষার সময় জল যন্ত্রণা হারে হারে টের পান বেহালার মানুষ। আর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল বোট চালানোর ভিডিয়ো। বেহালার একটি পাড়ায় বোট চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।       

বিকাশ ভট্টাচার্য কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন এশিয়ার ডেভলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় KEIP প্রকল্পের কাজ শুরু হয়। দু'দফায় প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয় প্রকল্পে। এর মধ্যে রয়েছে - ভূ-গর্ভস্থ নিকাশী নালা ও তার নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশন। পাম্পের মাধ্যমে বৃষ্টির জল চড়িয়াল খাল ও বেগোর খালে ফেলার ব্যবস্থা করা হয়। দুই পর্যায়ে ডায়মন্ড হারবার রোড ও জেমস লঙ সরণি বরাবর কাজ হওয়ার কথা ছিল। কিন্তু এক যুগ হয়ে গেলেও, জেমস লঙ সরণির কাজ এখনও শেষ করা সম্ভব হয়নি। যার প্রভাব পড়ছে বেহালার বিস্তীর্ণ অঞ্চলে। 

আরও পড়ুন- হাম লোগ বিজেপি কা কার্যকর্তা, ওখানে পানপরাগ ও গুটখার দমবন্ধকর পরিবেশ: ফিরহাদ

Tags:
.