WB Assembly Election 2021: মমতা আছেন মমতাতেই, আক্রান্ত হওয়ার কাহিনি বিশ্বাস করবেন না মানুষ: Salim

 মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই, কটাক্ষ সেলিমের।  

Updated By: Mar 10, 2021, 11:45 PM IST
WB Assembly Election 2021: মমতা আছেন মমতাতেই, আক্রান্ত হওয়ার কাহিনি বিশ্বাস করবেন না মানুষ: Salim

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঘাত নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Md Salim)। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কাহিনি বিশ্বাস করবেন না মানুষ।' 

বিবৃতি জারি করে ঘটনার তদন্ত দাবি করেছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Md Salim)। তাঁর বক্তব্য,'আগে অসংখ্যবার তৃণমূল নেত্রীর পালে বাঘ পড়েছে বলে রব তুলেছিলেন। আজকের ঘটনা আবার প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়তেই। আমরা যে কোনও আক্রমণের ঘটনারই নিন্দা করি। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যখন জেলায় যান তখন আশেপাশের পাঁচটা জেলার পুলিশ পরিবেষ্টিত হয়ে থাকেন। তার মধ্যে আক্রমণের ঘটনা ঘটেই বা কী করে! এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।' 

সেলিম (Md Salim) আরও বলেন,'অনেকেই মনে করেছিলেন এবারও গুন্ডামি, মস্তানি করে নির্বাচনে জিতবেন। কিন্তু এখনও পর্যন্ত গুন্ডামি, মস্তানি ঘটেনি। এখন হিংসার নাম করে ভাগ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমন হিন্দু-মুসলমানের নামে ভাগ করার চেষ্টা বিজেপি-তৃণমূল দু’পক্ষ মিলেই করে চলেছে। মানুষ এসব ভাগাভাগির চেষ্টা মেনে নেবেন না। তেমনই বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার কাহিনি।'

আরও পড়ুন- WB Assembly Election 2021: নন্দীগ্রামে ফেঁসেছেন, মানুষ আহারে-উহুরে করে তাই নাটক: Adhir

.