WB Assembly Election 8th Phase 2021:ময়ূরেশ্বের TMC কর্মীদের মারধরে অভিযুক্ত BJP, আক্রান্ত BJP প্রার্থীর ভাই

ময়ূরেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।  

Updated By: Apr 29, 2021, 11:19 AM IST
WB Assembly Election 8th Phase 2021:ময়ূরেশ্বের TMC কর্মীদের মারধরে অভিযুক্ত BJP, আক্রান্ত BJP প্রার্থীর ভাই

নিজস্ব প্রতিবেদন: সাত সকালে অশান্তি বীরভূমের ময়ূরেশ্বরে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। তার পাল্টা বিজেপি প্রার্থীর ভাইয়ের উপরে হামলায় অভিযুক্ত তৃণমূল (TMC)।     

ঘটনার সূত্রপাত, সকালে ময়ূরেশ্বরের ১৮৯ ও ১৯০ নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন বিজেপি প্রার্থী শ্যামাপদ মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর ভাই বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ, বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থীর উপরে চড়াও হন তাঁরা। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। বিজেপির মারে ৩ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। জখম এক তৃণমূল কর্মীর দাবি,''আমাকে মাঝ রাস্তায় ধরে বলেছে বুথে যেতে দেওয়া হবে না। তার পর ওরা মারধর করে।''

বিজেপির (BJP) পাল্টা অভিযোগ, তৃণমূলের মারধরে আহত হয়েছেন তাদের প্রার্থীর ভাই বিশ্বজিৎ মণ্ডলের। মাথা ও বুকে চোট লেগেছে। 

আরও পড়ুন- এত শান্তিপূর্ণ নির্বাচন আগে হয়নি, সকালে ভোট দিয়ে দাবি BJP-র তারকা প্রচারক Mithun-র

 

 

.