WB Assembly Election: কয়েক কিলোমিটারের ব্যবধানে দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষ, BJPর উপর হামলার অভিযোগ TMCর বিরুদ্ধে
ঘটনায় এয়ারপোর্ট থানা ও লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে বলে বিজেপির দাবি।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে বঙ্গে চড়ছে রাজনৈতিক উত্তাপ। একই রাতে দু-জায়গায় উত্তেজনা। কয়েক কিলোমিটারের তফাতে রাজারহাট-গোপালপুর বিধানসভার কৈখালী চিড়িয়া মোড় এলাকা এবং বিধাননগর বিধানসভার লেকটাউন এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও বিজেপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ঘটনায় অভিযুক্ত শাসক দল।
আরও পড়ুন: দলীয় পতাকা লাগানো নিয়ে উত্তেজনা ভাঙড়ে, ISF কর্মীদের হুমকি TMCর
ঘটনায় এয়ারপোর্ট থানা ও লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে বলে বিজেপির দাবি। রবিবার মাঝরাতে লেকটাউনে বিজেপি নেতা কর্মীদের উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগের তীর গিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই।
অপরদিকে কৈখালির চিড়িয়া মোড়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়া, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দুটি পৃথক ঘটনায় লেকটাউন থানায় ও এয়ারপোর্ট থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর।