Police Recruitment: রাজ্য পুলিসে নিয়োগ, কনস্টেবল পদে চাকরি পাবেন মহিলারা

জঙ্গলমহলেও স্পেশাল হোমগার্ডে পদে নিয়োগে ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার।

Updated By: May 23, 2022, 08:55 PM IST
Police Recruitment:  রাজ্য পুলিসে নিয়োগ, কনস্টেবল পদে চাকরি পাবেন মহিলারা

নিজস্ব প্রতিবেদন: নজরে নারী-নিরাপত্তা। রাজ্য পুলিসে ২ হাজার মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল মন্ত্রিসভার বৈঠকে। ১৪০০ জনকে নেওয়া হবে উইনার্স স্কোয়াডে, আর বাকি ৬০০ জনকে চাকরি দেওয়া হবে গোয়েন্দা বিভাগে। শুধু তাই নয়, জঙ্গলমহলেও ১০৬ জনকে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগে ছাড়পত্র দিল নবান্ন।

রাতের শহরে নারীদের নিরাপত্তার দায়িত্বে প্রমীলাবাহিনী। বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে মহিলা পুলিসকর্মীদের একটি দলকে কলকাতার রাস্তায় নামিয়েছে লালবাজার। পোশাকি নাম ‘দ্য উইনার্স’। স্কুটিতে বিভিন্ন জায়গায় টহলদারি চালান উইনার্স স্কোয়াডের সদস্যরা। স্রেফ কলকাতায় নয়, রাজ্য়ে পুলিসের একাধিক পুলিস কমিশনারেট এলাকায়ও এখন চালু হয়ে গিয়েছে উইনার্স স্কোয়াড। এই বাহিনীকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল রাজ্য় সরকার।

আরও পড়ুন: Ankita Adhikari Recruitment Case: বেতন বন্ধের নির্দেশ পৌঁছল অঙ্কিতা অধিকারীর স্কুলে

এদিকে সম্প্রতি জঙ্গলমহলে একাধিক জায়গা পাওয়া গিয়েছে 'মাওবাদী পোস্টার'। এমনকী, মুখ্যমন্ত্রী সফরের মাঝেও  মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়েছিল খড়গপুরে। সাদা কাগজের পোস্টারে লাল কালিতে লেখা ছিল, 'দুর্নীতিগ্রস্থ প্রধানের জন আদালতে বিচার চাই। রক্ত চাই। লাল সেলাম। বিকাশ, মাওবাদী নেতা'। জঙ্গলমহলেও এবার স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হবে ১০৫। চাকরি পাবেন প্রাক্তন মাওবাদী ও মাওবাদী পরিবারের সদস্যরা।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.