Bharosa: 'ভরসা'-র কার্যালয় এল নগর দেওয়ানি আদালত চত্বরে, সুবিধে হবে নিগৃহীতাদের
ভরসার এই অফিস থেকেই এফআইআর রুজু করতে পারবেন নিগৃহীতরা। সেখানে আসা ব্যক্তিদের মামলার জন্য আলাদা আইডি কার্ড দেওয়া হবে। সর্বোপরি চিকিৎসা সংক্রান্ত কাজেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে 'ভরসা'
অর্নবাংশু নিয়োগী: 'ভরসা' রাজ্য লিগ্যাল এইড সার্ভিসেস অথরিটির সহায়তার আরেক নাম। মাদক আসক্ত, অ্যাসিড আক্রান্ত, ধর্ষনের শিকার, গার্হস্থ্য হিংসায় ভুক্তভোগী মানুষদের আইনি সাহায্য দেওয়ার কাজ করে 'ভরসা'। ফলে আইনি সহায়তা যারা খুব সহজে পান না তাদের কাছে অত্যন্ত বড় একটি আশ্রয় হল 'ভরসা'। এবার সেই ভরসা-র অফিসের ঠিকানা বদল হল।
আরও পড়ুন- জমি মিউটেশনের জন্য আবেদন করলেন অমর্ত্য সেন, এমাসেই শুনানি
পার্ক সার্কাসে ছিল ভরসা-র কার্যালয়। সেই অফিসের উপরেই ছিল হোটেল। আইনি পরিষেবা নিতে গিয়ে সমস্যা হচ্ছিল মানুষের। সম্প্রতি 'ভরসা'র অফিসে গিয়ে এমনই চোখে পড়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমের। তখনই তিনি ভরসা-র অফিসের ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ভরসা-র অফিস থেকে ঘুরে আসার পরই অফিস বদলের ব্যবস্থা করেন তিনি। সেই মতো কাজ শুরু হয়। শুক্রবার নগর দেওয়ানি আদালত চত্বরে সেই অফিসেরই উদ্বোধন করলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাই কোর্টের একাধিক বিচারপতি।
ভরসার এই অফিস থেকেই এফআইআর রুজু করতে পারবেন নিগৃহীতরা। সেখানে আসা ব্যক্তিদের মামলার জন্য আলাদা আইডি কার্ড দেওয়া হবে। সর্বোপরি চিকিৎসা সংক্রান্ত কাজেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে 'ভরসা'।
এনিয়ে বিচারপতি শিবজ্ঞানম বলেন, যেসব মহিলারা আসবেন তারা দেখবেন আদালত চত্বরেই অফিস। পুলিস রয়েছে, আইনজীবীরা রয়েছেন। ফলে ভরসা পাবেন তাঁরা। হাতের কাছে পুলিস, আইনজীবী পেয়ে যাবেন তাঁরা। এতে তাঁদের অনেকটাই সুবিধে হবে।