WBJEE 2019 RESULT: পরীক্ষার ২৪ দিনের মাথায় ফলপ্রকাশ, প্রথম দুর্গাপুরের সোহম মিস্ত্রি
যে ওয়েবসাইটগুলিতে ফল জানা যাবে, সেগুলি হল- www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in ।
নিজস্ব প্রতিবেদন : পরীক্ষার ২৪ দিনের মাথায় আজ ফলপ্রকাশ হল চলতি বছরের জয়েন্ট এন্ট্রাসের। দুপুর একটায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হয়। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। যে ওয়েবসাইটগুলিতে ফল জানা যাবে, সেগুলি হল- www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in । এবছর জয়েন্ট এন্ট্রাসের ফলাফলে মেধাতালিকার শীর্ষে স্থান করে নিয়েছেন দুর্গাপুরের সোহম মিস্ত্রি। দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতার তমজিত্ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের কৌস্তভ সেন হয়েছেন তৃতীয়। মেধা তালিকায় প্রথম দশে কলকাতার ৫ জন পড়ুয়া রয়েছেন।
দেখে নিন সম্পূর্ণ মেধা তালিকা-
ফলাফল ঘোষণার পর, এবার শুরু হবে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কাউন্সেলিং প্রক্রিয়া। এবছর পরীক্ষা দিয়েছিলেন দেড় লক্ষ পড়ুয়া। তার মধ্যে রাজ্যের বাইরের পরীক্ষার্থী ৪০ শতাংশ।
আরও পড়ুন, থানা উদ্বোধনের আগে ফের ধুন্ধুমার ভাটপাড়ায়, বোমাবাজি, গুলিবিদ্ধ হয়ে মৃত ১