GST লাগুর সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মমতা
GST চালু নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়াহুড়োয় GST লাগুর সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে ফেসবুকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। GST এভাবে চালু করা নিয়ে গভীর উদ্বেগে তাঁরা। লিখেছেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের পর এভাবে GST নিয়ে অযথা তাড়াহুড়ো কেন্দ্রের আরেক ঐতিহাসিক ভুল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুরু থেকে তাঁরা GSTর পক্ষেই ছিলেন কিন্তু এখন যেভাবে কেন্দ্র এটিকে লাগু করার পথে এগোচ্ছে তা চিন্তার বিষয়। এজন্য আরও সময় নেওয়ার আর্জি জানানো সত্ত্বেও, তা কানেই তোলেনি কেন্দ্র। গোটা বণিক মহল, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত এবং বিভ্রান্ত। মাত্র ষাট ঘণ্টা বাকি এই কর ব্যবস্থা সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে চালু হতে, কী হচ্ছে কেউ কিছু বুঝতেই পারছে না। ওষুধের মতো বহু গুরুত্বপূর্ণ জিনিস অমিল, দাম বেড়ে গিয়েছে অনেক জিনিসেরই। শুধুমাত্র GST সম্পর্কে অস্বচ্ছ ধারণা এবং এনিয়ে কেন্দ্রের ব্যর্থতায়।
ওয়েব ডেস্ক: GST চালু নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়াহুড়োয় GST লাগুর সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে ফেসবুকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। GST এভাবে চালু করা নিয়ে গভীর উদ্বেগে তাঁরা। লিখেছেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের পর এভাবে GST নিয়ে অযথা তাড়াহুড়ো কেন্দ্রের আরেক ঐতিহাসিক ভুল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুরু থেকে তাঁরা GSTর পক্ষেই ছিলেন কিন্তু এখন যেভাবে কেন্দ্র এটিকে লাগু করার পথে এগোচ্ছে তা চিন্তার বিষয়। এজন্য আরও সময় নেওয়ার আর্জি জানানো সত্ত্বেও, তা কানেই তোলেনি কেন্দ্র। গোটা বণিক মহল, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত এবং বিভ্রান্ত। মাত্র ষাট ঘণ্টা বাকি এই কর ব্যবস্থা সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে চালু হতে, কী হচ্ছে কেউ কিছু বুঝতেই পারছে না। ওষুধের মতো বহু গুরুত্বপূর্ণ জিনিস অমিল, দাম বেড়ে গিয়েছে অনেক জিনিসেরই। শুধুমাত্র GST সম্পর্কে অস্বচ্ছ ধারণা এবং এনিয়ে কেন্দ্রের ব্যর্থতায়।