হাফ সোয়েটারে কাটল বড়দিন, নববর্ষে কেমন থাকবে আবহাওয়া?

হাফ সোয়েটারে কাটল বড়দিন। নববর্ষেও শীতের গ্যারান্টি দিতে পারল না আবহাওয়া দফতর। দিনকতক আগেই চুটিয়ে ব্যাটিং করছিল উত্তুরে হাওয়া। তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। কিন্তু ক্রিসমাস ইভ আসতেই রানের খরা। বড়দিনে হতাশ করার পর বক্সিং ডেতেও বেসরিক শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

Updated By: Dec 26, 2016, 03:56 PM IST
হাফ সোয়েটারে কাটল বড়দিন, নববর্ষে কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক: হাফ সোয়েটারে কাটল বড়দিন। নববর্ষেও শীতের গ্যারান্টি দিতে পারল না আবহাওয়া দফতর। দিনকতক আগেই চুটিয়ে ব্যাটিং করছিল উত্তুরে হাওয়া। তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে। কিন্তু ক্রিসমাস ইভ আসতেই রানের খরা। বড়দিনে হতাশ করার পর বক্সিং ডেতেও বেসরিক শীত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

আরও পড়ুন বীরুর টুইটের জবাবে নিজের বাবাকে নিয়ে মজাদার টুইট অঙ্গদ বেদীর!

আগামী দিনেও পারদ নামার আশ্বাস দিচ্ছে না হাওয়া অফিস। কারণ প্রকৃতিতে পাকিস্তানি অনুপ্রবেশ। পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়াকে উত্তরেই আটকে রেখেছে এই প্রাকৃতিক বাঁধ। এদিকে পশ্চিমবঙ্গে পারদ চড়াচ্ছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় ভেজা পূবালি হাওয়া।

আরও পড়ুন  দুর্নীতির শেষের শুরু, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

.