ক্রিসমাস ইভে জমিয়ে শীত

মেঘ কেটে ঝকঝকে রোদ ওঠায় সোমবার চুটিয়ে শীতের মজা উপভোগ করেন শহরবাসী। রবিবারের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও ঠাণ্ডা ছিল পুরোমাত্রায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় খুব একটা হেরফের হবে না তাপমাত্রায়। তবে সকালের দিকে কুয়াশা থাকবে।

Updated By: Dec 24, 2012, 10:22 PM IST

মেঘ কেটে ঝকঝকে রোদ ওঠায় সোমবার চুটিয়ে শীতের মজা উপভোগ করেন শহরবাসী। রবিবারের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও ঠাণ্ডা ছিল পুরোমাত্রায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় খুব একটা হেরফের হবে না তাপমাত্রায়। তবে সকালের দিকে কুয়াশা থাকবে।
শহরবাসীর জন্য খুশির খবর। বড়দিনেও চুটিয়েও উপভোগ করা যাবে শীতের আমেজ। রবিবার দিনভর সূর্যের মুখ দেখেনি কলকাতা। তবে সোমবার ছবিটা বদলেছে। মেঘ কেটে যাওয়ায় শীতের মিঠে রোদ চুটিয়ে উপভোগ করেছেন মানুষজন। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন হচ্ছে না বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।
 
সামনে বড় দিন। তার উপরে জমিয়ে শীত। সকাল থেকেই ভিক্টোরিয়া, চিড়িয়াখানায় ভিড় জমিয়েছিলেন মানুষ। বছর শেষে হিমেল হাওয়া আর মিঠে কড়া রদ্দুরে এখন শহর জুড়ে উত্সবের আমেজ।

.