বিয়ে বাড়িতে সবার হাতে 'আধার কার্ড', হকচকিয়ে গেলেন অতিথিরা

বিয়ে বাড়ি খেতে হয়ত আধার কার্ড নিয়ে আসতে হচ্ছে! যা ভুলে ফেলে গেছেন অতিথিদের একাংশ।  

Updated By: Feb 4, 2021, 07:10 PM IST
বিয়ে বাড়িতে সবার হাতে 'আধার কার্ড', হকচকিয়ে গেলেন অতিথিরা

নিজস্ব প্রতিবেদন: বিয়েতে কেমন কার্ড হবে তা নিয়ে প্রত্যেকেরই একটা ভাবনাচিন্তা থাকে। বিশেষ দিনের মুহূর্তগুলোকে মনে রাখার জন্য সাধ্যমতো সাজিয়ে তোলেন দম্পতিরা।  এ বার এক বাঙালি দম্পতি তাঁদের বিয়েতে খাবারের মেনু কার্ডে এনেছেন দুর্দান্ত ভাবনা।  আধার কার্ডে প্রতিলিপিতে রয়েছে খাবারের মেনু। যা দেখে অতিথিরা চমকে গিয়েছেন। শুধুতাই নয় ভাইরাল হয়েছে সেই বিয়ের মেনু কার্ড।

অতিথিরাই সেই বিয়ের মেনু কার্ড সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরই ভাইরাল। দম্পতি গোগল সাহা এবং সুবর্ণা দাস জানিয়েছেন, তাঁদের বিয়ের মেনু কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখে তাঁরা বেশ খুশি। ১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তাঁরা। 

জানা গিয়েছে, বিয়ের মেনু কার্ডে এই অভিনব চিন্তা সুবর্ণার।দুজনেই ডিজিটাল ইন্ডিয়াকে সমর্থন করেন। আর তাই এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নব দম্পতি। প্রথমে আধার কার্ড টেবিলে দেখে অনেকেই হকচকিয়ে গিয়েছেন। ভেবেছেন বিয়ে বাড়ি খেতে হয়ত আধার কার্ড নিয়ে আসতে হচ্ছে! যা ভুল করে ফেলে গেছেন অতিথিদের একাংশ।  

Tags:
.