Sukanta Majumder: 'যতই বিরাট রদবদল করুন না কেন, দুষ্কৃতীদের কাছে পশ্চিমবঙ্গই একমাত্র প্রমাণিত স্বর্গরাজ্য! বারুদের স্তুপে পশ্চিমবঙ্গের কোনও নাগরিকই আর সুরক্ষিত নন'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বোমা বলির মুর্শিদাবাদে। এবার ৩ জনের মৃত্যু! 'রাজ্যের পুলিস বিভাগে ব্য়র্থ মমতা বন্দ্যোপাধ্যায়', এক্স হ্য়ান্ডেলে পোস্ট দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লিখলেন, 'যতই বিরাট রদবদল করুন না কেন, দুষ্কৃতীদের কাছে পশ্চিমবঙ্গই একমাত্র প্রমাণিত স্বর্গরাজ্য! বারুদের স্তুপে পশ্চিমবঙ্গের কোনও নাগরিকই আর সুরক্ষিত নন'।
আরও পড়ুন: Mamata Banerjee:'৯০ লক্ষ লোক কি সত্যিই জল পেয়েছে? নিরপেক্ষ সংস্থা দিয়ে সমীক্ষা করা উচিত'!
পুলিস সূত্রে খবর, রবিবার রাতে তীব্র বিস্ফোরণ ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়ের তলা গ্রামে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একটি পাকাবাড়ির ছাদ ভেঙে যায়। স্থানীয়দের অবশ্য দাবি, বিস্ফোরণের শব্দে ভেঙে যায় জানলার কাঁচ। ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ৩ জনকে পড়ে থাকতে দেখেন তাঁরা। ওই ৩ জনের মধ্যে একজনের ঘটনাস্থলেই, আর বাকি দু'জনের মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। কীভাবে বিস্ফোরণ? প্রাথমিক তদন্তে অনুমান, যে ঘরে বিস্ফোরণ ঘটেছে, সেই ঘরে বসেই বোমা বাঁধছিলেন ওই ৩ জন।
এক্স হ্যান্ডেলে সুকান্ত লিখেছেন, 'বোমা তৈরির অবৈধ কারবার চালাতে গিয়ে গতকাল রাতে মুর্শিদাবাদে বিরাট বিস্ফোরণে উড়ে গেল একটি বাড়ির চাল। ঘটনায় অবশ্য ৩ জন কুখ্যাত দুষ্কৃতীরও প্রাণ গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ হাস্যকর বিষয় এটাই, দীর্ঘদিন ধরে বোমা তৈরির কুটির শিল্প ওই জায়গায় চললেও পুলিশের কাছে কোনও খবরই ছিল না'! সঙ্গে কটাক্ষ, রাজ্যে শিল্প টিকছে না বলেই কি বোমা শিল্পের অবৈধ স্বীকৃতি দিতে পুলিস এখন থেকে দুষ্কৃতীদের প্রয়োজনীয় ছাড়পত্রও দিচ্ছে'?
রাজ্যের পুলিশ বিভাগে ব্যর্থ মুখ্যমন্ত্রী @MamataOfficial যতই বিরাট রদবদল করুন না কেন, দুষ্কৃতীদের কাছে পশ্চিমবঙ্গই একমাত্র প্রমাণিত স্বর্গরাজ্য! বারুদের স্তুপে পশ্চিমবঙ্গের কোনও নাগরিকই আর সুরক্ষিত নন।
বোমা তৈরির অবৈধ কারবার চালাতে গিয়ে গতকাল রাতে মুর্শিদাবাদে বিরাট বিস্ফোরণে… pic.twitter.com/0VkVRzi5ZX
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 9, 2024
এদিকে স্রেফ মুখ্যমন্ত্রী নয়, রাজ্য়ের পুলিসমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর নির্দেশেই বড়সড় রদবদল ঘটে গিয়েছে রাজ্য় পুলিসে। সরিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। কেন? কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলিকাণ্ডের পর থেকে পুলিসের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতো তৃণমূলের সাংসদ মন্ত্রীরাই। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।
আরও পড়ুন: Awami League Leaders Arrest: ধর্ষণের অভিযোগ! কলকাতা থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৪ বর্বর নেতা...
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.