মমতা বলতে পারেন আমাকে ক্ষমা করো, সংযুক্ত মোর্চাকে সমর্থন করতে চাই: Adhir

তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।  

Updated By: Apr 9, 2021, 09:03 PM IST
মমতা বলতে পারেন আমাকে ক্ষমা করো, সংযুক্ত মোর্চাকে সমর্থন করতে চাই: Adhir

নিজস্ব প্রতিবেদন: ভোটের পর মমতাকে সমর্থন নিয়ে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ত্রিশঙ্কু হলে পুরনো বন্ধু বিজেপির কাছে আগে ছুটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।     

মমতার সঙ্গে জোট প্রসঙ্গে অধীর (Adhir Chowdhury) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, 'রাজনীতি সম্ভাবনার শিল্প।' তবে সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন,'কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলাম। প্রশ্ন করা হয়েছিল, ত্রিশঙ্কু হলে আপনারা কি করবেন? আমরা যা কথা বলি তার রেকর্ড রয়েছে। বিভ্রান্তি ছড়াবেন না। অপব্যাখ্যা করার আগে রেকর্ড দেখে নিন। সেদিন জিজ্ঞেস করেছিল, ত্রিশঙ্কু হলে কী হবে? আমি প্রথম বলেছিলাম ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা নেই। সংযুক্ত মোর্চা সরকার গঠন করতে চলেছে। এমনও তো হতে পারে সংযুক্ত মোর্চার সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে, মমতা ভুল বুঝতে পেরে আবেদন করছেন, আমাকে ক্ষমা করো, তোমাদের সমর্থন করতে চাই।'

তৃণমূল-বিজেপি জোট বাঁধতে পারে বলে দাবি করেছিলেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। জোট শরিকের সুরেই অধীর এ দিন বলেন,'ত্রিশঙ্কু হলে মমতা বিজেপির হাত ধরবে। মমতার সঙ্গে বিজেপির পুরনো বন্ধুত্ব। এই মমতাই বিজেপির মন্ত্রী হয়েছিলেন। কংগ্রেস-বামকে খতম করে বিজেপিকে শক্তি দিলেন মমতা। ত্রিশঙ্কু হলে মমতা বিজেপির কাছে গিয়ে বলবেন,তোমাদের সরকারে মন্ত্রী ছিলাম। তাই তোমরা আমাকে ভরসা করতে পারো। পুরনো বন্ধুকে ভরসা করা যায়।' অধীর আরও বলেন,'সংযুক্ত মোর্চা প্রতিপক্ষ হয়ে উঠেছে তখন এক শ্রেণির মিডিয়া প্রতিযোগিতাকে দুর্বল করে দেখানোর চেষ্টা করছে।'  

আরও পড়ুন- West Bengal Election 2021: অপসারিত CM Mamata Banerjee-র নিরাপত্তা আধিকারিক

.