আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে BJP, ১০০ পেরোবে না, অডিয়োর সত্যতা স্বীকার পিকের

অডিয়ো ক্লিপের সত্যতা স্বীকার করলেও প্রশান্তের (Prashant Kishor) দাবি, এটা আংশিক। 

Updated By: Apr 10, 2021, 03:41 PM IST
আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে BJP, ১০০ পেরোবে না, অডিয়োর সত্যতা স্বীকার পিকের

নিজস্ব প্রতিবেদন: ফাঁস হওয়া অডিয়ো টেপের সত্যতা স্বীকার করে নিলেন তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিজেপিকে তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন,'নির্বাচিত অংশ নিয়ে মাতামাতি করছে বিজেপি। সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো টেপ প্রকাশ করুক।'

চতুর্থ দফার ভোটের দিন সকালে একটি অডিয়ো টেপ শুরু হয়েছে তীব্র জল্পনা। ক্লাব হাউস রুমে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সঙ্গে দিল্লির সাংবাদিকদের কথোপকথনের একাংশ টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। সেখানে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মুখে শোনা যাচ্ছে, তাঁর সমীক্ষা অনুযায়ী, রাজ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষই বিজেপিকে সরকারকে দেখতে চান। দুই তৃতীয়াংশ বাম সমর্থকও বিজেপিকে চায়। অডিয়ো ক্লিপের সত্যতা স্বীকার করলেও প্রশান্তের দাবি, এটা আংশিক। পশ্চিমবঙ্গে বিজেপি একশোটা আসন পার করতে পারবে না।  

প্রশান্ত কিশোর (Prashant Kishor) টুইটারে লিখেছেন,'খুশি হয়েছি এটা জেনে, বিজেপি নিজের নেতাদের চেয়ে আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। বেশি মাতামাতি না করে সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিয়ো ক্লিপ প্রকাশ করুক ওরা। আমি আগেও বলেছি, এবারও বলছি, পশ্চিমবঙ্গে ১০০ পেরেবো না বিজেপি।' 

ফাঁস হওয়া অডিয়ো টেপে এ দিন প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) বলতে শোনা গিয়েছে, বাংলার নির্বাচনে নরেন্দ্র মোদী, হিন্দিভাষী, এসসি ভোট ও মেরুকরণই ফ্যাক্টর। অডিয়োক্লিপে তাঁর গলায় শোনা যাচ্ছে, 'মোদীর নামে ভোট হচ্ছে। হিন্দুরাও ভোট দিচ্ছেন বিজেপিকে। মেরুকরণ, মোদী, হিন্দিভাষী, এসসি- এগুলিই ভোটের ইস্যু। শুভেন্দু চলে গিয়েছে বা প্রশান্ত কিশোর এসেছে, এগুলি কোনও প্রভাবই ফেলবে না। মোদী এখানে জনপ্রিয়। হিন্দিভাষীদের ১ কোটির বেশি ভোট রয়েছে। দলিত ২৭ শতাংশ। আর তারা সবাই বিজেপির পাশে। এর সঙ্গে মেরুকরণ তো আছেই।' 

আরও পড়ুন- West Bengal Election 2021: 'মো-শা আপনারা খুনি,' কোচবিহারে বাহিনীর গুলিতে মৃত্যু নিয়ে আক্রমণ Derek-র

.