West Bengal Assembly Election Result 2021: গণনার আগে বোমাবাজি বেলেঘাটায়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানা যায়নি। খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিস।

Updated By: May 2, 2021, 06:54 AM IST
West Bengal Assembly Election Result 2021: গণনার আগে বোমাবাজি বেলেঘাটায়, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: গণনার আগে উত্তেজনা শহর কলকাতায়। রাত ১২ টা নাগাদ বেলেঘাটায় এক বাড়িতে হঠাৎ বোমাবাজির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমা ছোঁড়া হয়। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের রবি বাওয়ালের বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা। 

আরও পড়ুন: West bengal Assembly Election Result Live 2021: উৎকণ্ঠা চরমে! গণনাকেন্দ্রের থেকে নির্বাচনের ফলাফলের সব খবর

৭ নম্বর বেলেঘাটার মেন রোড সংলগ্ন এলাকার ১৪ টি পরিবারের ৬০ সদস্যকে হুমকি দেওয়া হচ্ছিল হলে বলে অভিযোগ করা হয়। বাইকে করে ১২ জন দুষ্কৃতী এলাকায় ঢোকে। বোমাবাজি করে, তাণ্ডব চালায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিস।  পুলিসের উপরও চড়া হয় দুষ্কৃতীরা। তাদের মারধর করতে যায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে বোমার কিছু অংশ সংগ্রহ করে নিয়েছে পুলিস। এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানা যায়নি। খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিস।   

.