West Bengal Election 2021: মমতার বিরুদ্ধে কমিশনে Suvendu-র অভিযোগপত্রে নাম 'আসানসোলের মমতা'র

'নাম বিভ্রাটে'  বিড়ম্বনায়  বিজেপি।

Reported By: বিক্রম দাস | Updated By: Mar 15, 2021, 06:44 PM IST
West Bengal Election 2021: মমতার বিরুদ্ধে কমিশনে Suvendu-র অভিযোগপত্রে নাম 'আসানসোলের মমতা'র

নিজস্ব প্রতিবেদন:  এ কোন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর প্রার্থীপদ বাতিলের দাবি তুলে বিড়ম্বনায় পড়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সিবিআই (CBI) সূত্রে তেমনই খবর মিলেছে।

একুশের ভোটে (West Bengal Election 2021) ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) 'আধ লাখ' ভোটের হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর,  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 'গ্রাউন্ড রিপোর্ট' গিয়েছে, তৃণমূলনেত্রীকে (Mamata Banerjee) হারিয়ে দিতে পারেন তিনি। সেই রিপোর্টের ভিত্তিতে নন্দীগ্রামে সদ্য প্রাক্তন বিধায়ককেই প্রার্থী করার বিষয়ে সম্মতি দিয়েছে গেরুয়াশিবিরের কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। মনোনয়নপত্র দাখিল করার পর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের নালিশ ঠুকেছেন শুভেন্দু। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে প্রার্থীপদ বাতিলের দাবি করেছেন তিনি। 

আরও পড়ুন: WB Assembly Election 2021: যুদ্ধের সময় ঘরে বসে থাকলে হয় না; সামনে BJP-র বিরুদ্ধে লড়াই, বেরিয়ে আসুন, ঝালদায় ডাক মমতার

এদিন কাঁথিতে বিজেপির যোগদান মেলায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'নন্দীগ্রামে মাননীয়া দাঁড়িয়েছেন। একাধিক মামলা থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি। আমি কমিশনে নালিশ জানিয়েছি। ১৪ সালে ৫টি মামলা অসমে হয়েছিল, সিবিআইও মামলা করেছে'। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সত্যি কোনও মামলা দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? সূত্রের খবর, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কমিশনের অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন! তাহলে? আসানসোল পুলিস কমিশনারেট এলাকায় এক কেন্দ্রীয় সরকারী কর্মচারীর বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে মামলা দায়ের করে সিবিআই। সেই মামলায় চার্জশিট দেওয়া হয় তাঁর স্ত্রীর বিরুদ্ধেও। মমতা বন্দ্যোপাধ্যায় নামের ওই মহিলার কথাই অভিযোগপত্রে উল্লেখ করেছেন শুভেন্দু!

আরও পড়ুন: West Bengal Election 2021: সিপিএম Mamata-র ২০৬টা হাড় ভেঙেছিল, BJP তো কোন ছার: Abhishek

এদিকে হলফনামার তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগ উঠলেও, নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের সম্ভাবনা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তৃণমূলনেত্রীর প্রার্থীপদ বাতিলের কোনও প্রশ্নই নেই। কারণ, সেক্ষেত্রে দিল্লিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করলে হবে না, পাল্টা হলফনামা দিতে হবে রির্টানিং অফিসারকে। 

.