১১ জন বিশেষ বাঙালিকে সম্মান জানাল রাজ্য সরকার

১১ জন বিশেষ বাঙালিকে সম্মান জানাল রাজ্য সরকার। আজ নজরুল মঞ্চে তাদের দেওয়া হল বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবারের বঙ্গবিভূষণ পেয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও  সাহিত্যিক নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: May 20, 2017, 09:44 PM IST
১১ জন বিশেষ বাঙালিকে সম্মান জানাল রাজ্য সরকার
ছবি সৌজন্য : টুইটার

ওয়েব ডেস্ক : ১১ জন বিশেষ বাঙালিকে সম্মান জানাল রাজ্য সরকার। আজ নজরুল মঞ্চে তাদের দেওয়া হল বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবারের বঙ্গবিভূষণ পেয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও  সাহিত্যিক নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- 'সঙ্ঘমিত্রা', আসছে 'বাহুবলী ফিমেল ভার্সন'

বঙ্গভূষণ প্রাপকদের মধ্যে উল্লেখযোগ্য নাম বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। শিক্ষা, সংস্কৃতি, চিকিত্‍সা, শিল্পবাণিজ্য জগতের থেকে আরও ৮ জন কৃতী ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সাহিত্য জগতের ব্যক্তিত্বরা।

.