New Year 2022: 'সুস্থ থাকুক বাংলা, বজায় থাকুক শান্তি-সম্প্রীতি', নতুন বছরের শুভেচ্ছা রাজ্যপালের

 রাজ্যবাসীর জন্য নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

Updated By: Dec 31, 2021, 12:21 PM IST
New Year 2022: 'সুস্থ থাকুক বাংলা, বজায় থাকুক শান্তি-সম্প্রীতি', নতুন বছরের শুভেচ্ছা রাজ্যপালের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বছর শেষের শেষ দিন আজ। রাত পোহালেই পা নতুন বছরে। কিন্তু বর্ষশেষে শেষ হল না করোনাভাইরাসের দাপট। বরং নয়া রূপে আরও বাড়ল সংক্রমণ। ওমিক্রনে জেরবার ভারত। প্রতিটি রাজ্যে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই প্রেক্ষাপটে রাজ্যবাসীর জন্য নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

এদিন টুইটে রাজ্যপাল লেখেন, "রাজ্যবাসীকে শুভ নববর্ষ ২০২২-এর শুভেচ্ছা। শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি ও সুখের সময় আসুক নতুন বছরে। করোনামুক্ত হোক আগামী। কাছের এবং প্রিয়জনদের ভালবাসায় ভরে উঠুক জীবন।"

.