শিল্প টানতে বড় পদক্ষেপ রাজ্যের, মঙ্গলবার থেকে দু'মাস ব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি
জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন: তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) বুঝিয়ে দিয়েছিলেন, এবার শিল্পই তাঁর টার্গেট। রাজ্যে বড় শিল্প আনতে সর্বত ভাবে চেষ্টা করবেন তিনি। সেই লক্ষ্যপূরণে এবার বড় পদক্ষেপ নিলেন তিনি। এই প্রথমবার জেলায় জেলায় সিনার্জি করতে চলেছে রাজ্য সরকার।
৭ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় সরকারের উদ্য়োগে হবে এই সিনার্জি। মোট ১১টি সিনার্জি হবে। পর্যটন, লেদার, ফুড প্রসেসিং-সহ আর কোন কোন ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের সুযোগ রয়েছে, সিনার্জির মাধ্যমে শিল্পপতিদের কাছে তা তুলে ধরা হবে।
সিনার্জি ক্য়ালেন্ডার ২০২১
১) উত্তর ২৪ পরগনা-৭ ডিসেম্বর
২) হাওড়া- ১৪ ডিসেম্বর
৩) পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া -২২ ডিসেম্বর
৪) নদিয়া, পূর্ব বর্ধমান -২৮ ডিসেম্বর
৫) হুগলি-৭ জানুয়ারি
৬) বীরভূম, মুর্শিদাবাদ- ২০ জানুয়ারি
৭) দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা- ২৮ জানুয়ারি
৮) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- ৪ ফেব্রুয়ারি
৯) জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- ১০ ফেব্রুয়ারি
১০) দার্জিলিং ও কালিম্পং- ১১ ফেব্রুয়ারি
১১) মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- ১৮ ফেব্রুয়ারি
আরও পড়ুন: Nagaland: জোরহাট থেকে মিলছে না নাগাল্যান্ডের মন যাওয়ার গাড়ি! ফিরল তৃণমূল প্রতিনিধিদল
আরও পড়ুন: বুকের ব্যথা নিয়ে SSKM-এ ভর্তি গণেশ বন্দ্যোপাধ্য়ায়, ভাইকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী