হারের পর এটা কী বললেন অরুণাভ!

বিতর্কিত মন্তব্য বিধাননগরের কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষের।  বাংলার মানুষ চুরি-ছিনতাই চাইছেন। তাই চুরি-ছিনতাইয়ের পক্ষে রায় দিয়েছে বাংলা। প্রতিক্রিয়া বিধাননগরের কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষের।

Updated By: May 19, 2016, 12:26 PM IST
হারের পর এটা কী বললেন অরুণাভ!

ওয়েব ডেস্ক: বিতর্কিত মন্তব্য বিধাননগরের কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষের।  বাংলার মানুষ চুরি-ছিনতাই চাইছেন। তাই চুরি-ছিনতাইয়ের পক্ষে রায় দিয়েছে বাংলা। প্রতিক্রিয়া বিধাননগরের কংগ্রেস প্রার্থী অরুণাভ ঘোষের।

হাত-হাতুড়ির জোট মেনে নিল না বাংলা। ভোটে ভরাডুবি বামেদের। ক্ষমতা হারিয়ে দু হাজার এগারোয় তাঁরা নেমে এসেছিলেন বাষট্টিতে। এবার তার অর্ধেকেরও নীচে নেমে এল বাম শিবিরের আসন। দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের তকমা হারানোর পথে তাঁরা। বামেরা এগিয়ে মাত্র আঠাশটি আসনে। নারায়ণগড়ে পিছিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রবীন দেব, অসীম দাশগুপ্ত সহ দলের বহু হেভিওয়েট নেতা হারের মুখে।   

বাংলা থাকছে তৃণমূলেরই দখলে। গণনার ট্রেন্ডে এই সম্ভাবনা আঁচ করে, সকাল দশটা থেকেই শুরু হয়ে গেল তৃণমূলের বিজয়োল্লাস। কালীঘাটে তো বটেই, রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকরা আনন্দ-উত্‍সব শুরু করে দিয়েছেন। 

.