রাজীব কুমার কোথায়? সিবিআই-এর চিঠির কোনও উত্তরই দিল না রাজ্য

তার মধ্যে ডিজিপি-র চিঠির উত্তর না এলে ফের সিবিআই-এর তরফে চিঠি পাঠানো হতে পারে বলে খবর।

Updated By: Sep 26, 2019, 12:39 PM IST
রাজীব কুমার কোথায়? সিবিআই-এর চিঠির কোনও উত্তরই দিল না রাজ্য

নিজস্ব প্রতিবেদন: রাজীব কুমারের বর্তমান লোকেশন জানতে চেয়ে ডিজিপি-কে লেখা চিঠির এখনও কোনও উত্তর পায়নি সিবিআই। এদিকে, আজই ছুটির মেয়াদ শেষ হচ্ছে রাজীব কুমারের। বৃহস্পতিবারই কাজে যোগ দেওয়ার কথা রয়েছে এডিজি সিআইডি-র। তবে এখনও কাজে যোগ দেননি তিনি। আজ দুপুর ২টো পর্যন্ত অপেক্ষা করবে সিবিআই। তার মধ্যে ডিজিপি-র চিঠির উত্তর না এলে ফের সিবিআই-এর তরফে চিঠি পাঠানো হতে পারে বলে খবর।

 

প্রসঙ্গত, রাজীব কুমারের খোঁজে এর আগেও ডিজিপি-কে চিঠি দিয়েছিল সিবিআই। ডিজিপিকে দেওয়া ২টি চিঠিতে ছুটিতে রাজীব কুমার কোথায় আছেন সেই সম্পর্কে জানতে চাওয়া হয়। পাশাপাশি, তাঁকে অবিলম্বে হাজিরার জন্য পাঠাতে বলা হয়। সিবিআই-এর সেই চিঠির পরিপ্রেক্ষিতে জবাবি চিঠিতে ডিজিপি জানিয়েছিলেন, ছুটির আবেদন তাঁর ঠিকানা হিসেবে ৩৪ নম্বর পার্কস্ট্রিটকে উল্লেখ করেছেন রাজীব কুমার।

বুকে জমেছে জল, মাঝেরহাট সেতুর মতোই ভেঙে পড়তে পারে টালা ব্রিজ

কিন্তু সেই ঠিকানায় গিয়েও খালি হাতে নিরাশ হয়ে ফিরতে হয় সিবিআইকে। এখন আজ শেষ হচ্ছে রাজীব কুমারের ছুটির মেয়াদ। সেক্ষেত্রে হিসেব মতো আগামিকাল কাজে যোগ দেওয়ার কথা রাজীব কুমারের। তাই রাজীব কুমার এই মুহূর্তে কোথায় আছেন, তা জানতে চেয়েই আবার ডিজিপিকে চিঠি দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অবিলম্বে চিঠির উত্তর দিতে বলা হয়েছে। তবে সিবিআই সূত্রে খবর, এখনও সেই চিঠির উত্তর আসেনি।

Tags:
.