কার সঙ্গে প্রেম করছ, কার সঙ্গে সিনেমা যাচ্ছ বিজেপির সব ডেটা চাই: মমতা

পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 

Updated By: Dec 10, 2020, 06:12 PM IST
কার সঙ্গে প্রেম করছ, কার সঙ্গে সিনেমা যাচ্ছ বিজেপির সব ডেটা চাই: মমতা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরের দুয়ারে সরকারের কর্মসূচি সেরে গান্ধীমূর্তির পাদদেশে গিয়েছিলেন মমতা। এদিন কৃষক আন্দোলনের সমর্থনে গান্ধীমূর্তির পাদদেশ থেকেই একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 

উল্লেখ্য, একই দিনে পরপর কর্মসূচি সারলেন মমতা। বিজেপি সভাপতি জে পি নড্ডার কর্মসূচির ২৪ ঘন্টার মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দুয়ারে সরকার কর্মসূচিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে ওই কর্মসূচিতে সাধারণ মানুষের হাতে মুখ্যমন্ত্রী তুলে দিলেন 'স্বাস্থ্যসাথী' কার্ড। 

 

গান্ধীমূর্তির পাদদেশ থেকে কী বললেন মমতা, দেখুন

* যখন কিছু না থাকে তখন অশান্তি করে বলে এই দেখো আমাকে মেরেছে। একটা কনভয়ে ৫০টা গাড়ি থাকবে কেন। তারমধ্যে আবার ৩০টা গাড়ি প্রেসের, ৪০টা বাইক 
* ওরা রাস্তায় দাঁড়িয়েছিল কারণ কে একটা ইট মারবে আর ভিডিও তুলবে। আগে থেকে গাড়ি থেকে ভিডিও করছিলে, জানতে তোমরা যে ইট মারবে, জানতে বুঝি?
* এত সব  CRPF নিয়ে ঘুরছ, সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরছ তাহলে কী করে গাড়িতে হাত দিল?
* রোজ কেউ না কেউ চলে আসছে। চাড্ডা নাড্ডা গাড্ডা।
* এক এক জন গুন্ডাকে পর্যন্ত CISF জওয়ান দিয়ে রেখেছ। আর তকমার পার্টির লোক যখন আর্মস নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নামে তখন উলটে রাজ্যকে দোষ দাও।
* যতবার আমি দিল্লি যাই বিজেপির লোক আমার বাড়ি ঘেরাও করে। আমার গাড়ি ঘেরাও করে গন্ডগোল করে। আমাদের শিরাকোলে একটা প্রোগ্রাম ছিল, ওরা পরে করেছে। 

* তোমরা প্ল্যানিং করে করনি তো! আমি পুলিসকে বলব তদন্ত করে বের করতে, সব মিথ্যে মানা যায় না। আর মানা যাবে না

* আমরা আছি থাকবো, বহিরাগতদের বাংলা দখল করতে দিচ্ছি না দেবো না

* কৃষিজমি জোর করে অধিগ্রহণ করতে দেব না। এই জন্যই অনশন করেছিলাম আমি। কৃষক আন্দোলনের পাশে আছি। কৃষক, গরীব মানুষকে বঞ্চনা করা হচ্ছে। আজ সকলের এক হওয়া প্রয়োজন। 
*  আমাকে এমনভাবে মারা হয়েছিল আমি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়েছি। বারবার আক্রমণ হয়েছে, তাও লড়াই জারি রেখেছি। মনে করিয়ে দিচ্ছি। আমি কলকাতার রাস্তায় আমি ২১ দিন মানবাধিকারের জন্য ধরনা দিয়েছি।
*  আজ আমরা সব কৃষকদের সমর্থন করছি। কৃষিভাইদের থেকে কিনে আগে আমরা ২৫ টাকা কিলো আলু দিতাম। নরেন্দ্র মোদীর সরকার গণতন্ত্র মানছে না। রাজ্য সরকারের সীমাবদ্ধতা সংবিধান মানছে না। বিজেপির সরকার যখন যা ইচ্ছে তাই করছে। 
* বাংলার জন্য কে কী করেছে? আমি সব করেছি, কাউকে কিছু করতে হবে না।
* এখন শীতকাল তাই সমস্যা হচ্ছে না, তবে কিছুদিন পরই আলুর সংকট হবে। 
* একদিন করে ঘুম থেকে উঠে RSS-এর নাম করে সব বিক্রি করে দিচ্ছে। 
* প্রত্যেকটা আন্দোলন নষ্ট করতে এক একা পন্থা নিচ্ছে। কৃষকদের সব লুঠ করে নেবে।

* শুধু বাংলার বদনাম করছে, এক পয়সা দেওয়ার ক্ষমতা নেই। 
* তুমি কৈফিয়ত দাও পিএম কেয়ারের টাকা কোথায় গেল।
* ব্যক্তি আক্রমণ করি না বলে কিছু বলছি না। আমার পরিবারে কেউ অন্যায় করলেও শাস্তি পাবে।
* গুজরাতের কথা কেউ ভোলেনি। স্টান্টবাজি করছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি
* নতুন অপ্রয়োজনীয় সাংসদভবন না করে ওই টাকা কৃষকদের দিয়ে দেওয়া উচিৎ ছিল। 
* এরপর আলু পাবেন না, বলবে মূলো খাও।

* কৃষকদের ভর্তুকিও বন্ধ হয়ে যাবে। 
* এরা নির্লজ্জ, এত মিথ্যে কথা বলে। কাল পাবলিসিটি পায়নি। লোক পায়নি। বাংলায় বসে বাংলার নিন্দে করছে। গুন্ডাদের নিয়ে জন সংযোগ হয় না। জন থাকলে তো সংযোগ হবে। 
* আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্যসাথী নয়, পুরো ৫লক্ষই আমরা দেব সবাইকে।
* যাঁরা মারা গেছে করোনায় তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা, ১লক্ষ টাকা চাকরি সব দিয়েছি।

* পরিযায়ীদের বাড়ি পাঠিয়ে দিল, ৩০০টা ট্রেন ভাড়া করে শ্রমিকদের নিয়ে এসেছি।
* এসেন্সিয়াল কমোডিটি থেকে আলু, পেঁয়াজ, তেল সরানো চলবে না, কৃষকদের টাকা নিয়ে কালোবাজারি করা চলবে না।
* ওরা চায় ভারতবর্ষ থেকে বাংলাকে বাদ দিয়ে দিতে। ওরা জানে না ওরা কী ভুল করছে। ওদের ক্ষমা করো ঈশ্বর।
* শিরাকোলে কিছু হয়নি। পরিকল্পনা করে হামলা হয়েছে
* আমরা কৃষকবন্ধু, শষ্যবিমা দিচ্ছি। খাজনা নেওয়া বন্ধ করে দিয়েছি। যাঁরা কৃষক বন্ধু কার্ড পাননি, তাঁরা দুয়ারে সরকারে গিয়ে দরখাস্ত করুন। 
* কে কার সঙ্গে প্রেম করছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, কে কার সঙ্গে সিনেমা যাচ্ছে সব ডেটা চায় বিজেপি। ডেটা নিতে গিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। 
* বাজারে বাজারে , স্টেশনে স্টেশনে পথসভা করুন, বিজেপির চরিত্র সবার সামনে তুলে ধরুন। 
* বিজেপি বাংলার পার্টি না, দিল্লি-গুজরাতের পার্টি। লজ্জা করে না বাংলার বদনাম করতে?
* যাঁরা রবীন্দ্রনাথকে নিয়ে মিথ্যে করা বলে তাঁরা আমার আপনার নামে বলবে তা তো স্বাভাবিক। আপনারা প্রতিবাদ করুন ওরা সব বদমাস পাপী।
 

.