জেলের মধ্যে রাজার হালে কেন মদন মিত্র? প্রশ্ন তুলল সিবিআই

জেলে মদন মিত্রকে নিয়ম বহির্ভুত সুবিধা দেওয়া হচ্ছে কেন? আদালতে প্রশ্ন তুলল CBI। প্রশ্নের মুখে জেল সুপারের নিরপেক্ষতাও।  সরব বিরোধীরাও।   

Updated By: Jan 2, 2015, 09:18 PM IST
জেলের মধ্যে রাজার হালে কেন মদন মিত্র? প্রশ্ন তুলল সিবিআই

কলকাতা: জেলে মদন মিত্রকে নিয়ম বহির্ভুত সুবিধা দেওয়া হচ্ছে কেন? আদালতে প্রশ্ন তুলল CBI। প্রশ্নের মুখে জেল সুপারের নিরপেক্ষতাও।  সরব বিরোধীরাও।   

দুজনেই সারদা মামলায় অভিযুক্ত। দুজনেই রয়েছেন জেল হেফাজতে। কিন্তু শুক্রবার দুজনকে আদালতে পেশ করার সময় নজরে এল চরম বৈপরিত্য। সকালে প্রিজন ভ্যানে আদালতে পৌছলেন সুদীপ্ত সেনের আইনি পরামর্শদাতা নরেশ ভালোটিয়া। আর মন্ত্রী মদন মিত্র পৌছলেন দুপুর সওয়া দুটোয়। প্রিজন ভ্যানে নয়, মন্ত্রী এলেন পুলিসের গাড়িতে। শুনানি শুরুর ঠিক আগে। শুধু আদালতে যাতায়াত নয়। গ্রেফতার হওয়ার পর জেল থেকে হাসপাতাল, সর্বত্রই স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার পরিবহণ মন্ত্রী। আদালতে এই নিয়েই আপত্তি তোলেন সিবিআই আইনজীবী।

বিচারককে তিনি বলেন, নিয়ম ভেঙে জেলে বাড়তি সুবিধা পাচ্ছেন মদন মিত্র। মন্ত্রীর ক্ষেত্রে জেল ম্যানুয়াল মানা হচ্ছে না। বাড়ির লোকজন থেকে দলের অনুগামী, সকলেই বিনা বাধায় জেলে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন। জেল সুপারকে নিয়ম মেনে কাজ করতে নির্দেশ দেওয়া হোক।

মন্ত্রী জেলে বসে কী করে মোবাইল ফোন ব্যবহার করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে CBI। সরব বিরোধীরাও।

 মদন মিত্রের শিবিরের পাল্টা দাবি, অসুস্থ মন্ত্রী যদি বাড়ির খাবার খান, তাতে আপত্তি কোথায়? তবে ফোন ব্যবহার সহ অন্যান্য অভিযোগ এড়িয়ে গিয়েছেন মন্ত্রীর অনুগামীরা।

 

.