পৌষ উত্‍সব প্রথমবার কলকাতায়, রবীন্দ্রতীর্থ যেন একটুকরো শান্তিনিকেতন

পৌষ এসে গেছে। দেখা নেই শীতের। তা বলে কি পৌষ মেলা থেমে থাকবে? না শান্তিনিকেতনে এবার পৌষ মেলা হচ্ছে। কলকাতাতেও শুরু হল পৌষ উত্‍সব।  

Updated By: Dec 11, 2015, 08:44 AM IST
পৌষ উত্‍সব প্রথমবার কলকাতায়, রবীন্দ্রতীর্থ যেন একটুকরো শান্তিনিকেতন

ওয়েব ডেস্ক: পৌষ এসে গেছে। দেখা নেই শীতের। তা বলে কি পৌষ মেলা থেমে থাকবে? না শান্তিনিকেতনে এবার পৌষ মেলা হচ্ছে। কলকাতাতেও শুরু হল পৌষ উত্‍সব।  

হ্যালো হেরিটেজের উদ্যোগে কলকাতায় প্রথমবার পৌষ মেলা শুরু হল। রাজারহাটের রবীন্দ্রতীর্থ প্রাঙ্গণ পাল্টে গিয়ে হয়ে গেছে পৌষের আখড়া। গান বাজনা, খাওয়া দাওয়ার পাশাপাশি এসেছে বিভিন্ন জেলার শিল্পীরা।

হিডকো-র সহযোগিতাতেই প্রথমবারের পৌষ মেলা শুরু হয়েছে। রবীন্দ্রতীর্থ যেন একটুকরো শান্তিনিকেতন। মেলা প্রাঙ্গণে ঢুকলেই কানে আসবে রবি বাউলের গান। শান্তিনিকেতনের মেলার মতই চারিদিকে ছোট ছোট স্টল। কারোর কাছে হাতে বোনা কাঁথা স্টিচ তো কোনও স্টলে শহুরে বুটিক।

শুধু গান বাজনাই নয়, আছে সংখ্যালঘুদের স্বনির্ভর প্রকল্পের সুবিধার্থে রয়েছে ইনফরমেশন সেন্টার। প্রথমবার বলে মেলা খুব একটা জমে ওঠেনি তবে এই উদ্যোগকে সাধুবাদ জানালেন বেশ কয়েকজন। এবছর থেকেই শীতে কলকাতাবাসীর আর একটি নতুন প্রাপ্তি কলকাতার পৌষমেলা।

.