৩ ডিগ্রি পারদ কমিয়ে, 'মিস্টার উইন্টার ইজ কামিং'

এখনও তার দেখা নেই। তবে সে আসছে। এই মুহুর্তে শহরের ভিভিআইপি গেস্ট। মিস্টার উইন্টার। তিনি কবে তার দাপুটে ইনিংস শুরু করবেন তার দিকেই তাকিয়ে গোটা শহরবাসী। আকাশে মেঘ কেটেছে, তারসঙ্গে গতকালের হালকা বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকালের তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে এখনই  জাঁকিয়ে শীত না পড়লেও,কয়েকদিনের মধ্যেই তিনি আসছেন।

Updated By: Dec 4, 2015, 11:31 AM IST
৩ ডিগ্রি পারদ কমিয়ে, 'মিস্টার উইন্টার ইজ কামিং'

ওয়েব ডেস্ক: এখনও তার দেখা নেই। তবে সে আসছে। এই মুহুর্তে শহরের ভিভিআইপি গেস্ট। মিস্টার উইন্টার। তিনি কবে তার দাপুটে ইনিংস শুরু করবেন তার দিকেই তাকিয়ে গোটা শহরবাসী। আকাশে মেঘ কেটেছে, তারসঙ্গে গতকালের হালকা বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকালের তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে এখনই  জাঁকিয়ে শীত না পড়লেও,কয়েকদিনের মধ্যেই তিনি আসছেন।

ইতিমধ্যেই শহরে ও গ্রামের দিকে বইছে কণকণে হাওয়ায়া। ঠাণ্ডার আমেজও উপভোগ করছেন অনেকেই।  

.