শীতের রেশ থাকতে পারে মার্চ পর্যন্ত

এবছর মার্চ পর্যন্ত স্থায়ী হতে পারে শীত। শীতের এই অস্বাভাবিক ইনিংসের পিছনে রয়েছে লা নিনা সমুদ্র স্রোত। এমনটাই জানিয়েছে পুণে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, লা নিনার প্রভাব শুধু উত্তর ভারতেই না, পড়বে দক্ষিণ ভারতেও।

Updated By: Jan 21, 2012, 05:30 PM IST

এবছর মার্চ পর্যন্ত স্থায়ী হতে পারে শীত। শীতের এই অস্বাভাবিক ইনিংসের পিছনে রয়েছে লা নিনা সমুদ্র স্রোত। এমনটাই জানিয়েছে পুণে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, লা নিনার প্রভাব শুধু উত্তর ভারতেই না, পড়বে দক্ষিণ ভারতেও। এবছর শৈত্যপ্রবাহে দক্ষিণ ভারতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ফের নামতে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আজ সর্বনিম্ন ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে ২ ডিগ্রি কম। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে।

.