`মাদি`-র `বদমাশি`তেও তবু শীত আছে তবে কাঁপুনি নেই

পাইলিন, হেলেন, লহরের পর এবার শীতের পথে বাধা মাদি। ঘূর্ণিঝড় মাদি বঙ্গোপসাগরের ওপর আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এর প্রত্যক্ষ প্রভাব রাজ্যে পড়ার কোনও আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কিন্তু এর শক্তি বৃদ্ধির ফলে হাওয়ার গতিপথ পরিবর্তিত হয়েছে। সে কারণেই উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। এর জেরেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রাও খুব বেশি নামবে না।

Updated By: Dec 9, 2013, 12:06 PM IST

পাইলিন, হেলেন, লহরের পর এবার শীতের পথে বাধা মাদি। ঘূর্ণিঝড় মাদি বঙ্গোপসাগরের ওপর আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এর প্রত্যক্ষ প্রভাব রাজ্যে পড়ার কোনও আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কিন্তু এর শক্তি বৃদ্ধির ফলে হাওয়ার গতিপথ পরিবর্তিত হয়েছে। সে কারণেই উত্তরে হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে। এর জেরেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রাও খুব বেশি নামবে না।

শীত সেভাবে না পড়লেও শহরের পর্যটনস্থলগুলিতে মানুষের ভিড়। কাজের দিনেও চিড়িয়াখানা, যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়ালে সকাল থেকেই মানুষের ভিড় বেশ চোখে পড়ার মত। ধর্মতলায় শীতের বাজারেও মানুষের ভিড়। তবে শীত কেন আসছে না সে প্রশ্নই বারবারই আসছে। যার জবাবটা এখন একটাই 'মাদির বদমাশি'!

.