পঞ্চসায়রে বেনফিস চিংড়ি প্রকল্পের ট্যাঙ্ক থেকে পড়ে মৃত্যু এক কর্মীর!

কর্মীরাও ভয়ে কিছু বলতে চাইছেন না।

Updated By: Jul 24, 2019, 10:23 AM IST
পঞ্চসায়রে বেনফিস চিংড়ি প্রকল্পের ট্যাঙ্ক থেকে পড়ে মৃত্যু এক কর্মীর!

নিজস্ব প্রতিবেদন : পঞ্চসায়র-এর নতুন পাড়ায় বেনফিসের চিংড়ি প্রকল্পের ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। গুরুতর আহত এক কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন।

বুধবার ভোরে পঞ্চসায়রের নতুন পাড়ায় বেনফিসের চিংড়ি প্রকল্পের ট্যাঙ্কে সেফটি বেল্ট ছাড়া কাজ করতে উঠে বিপত্তি। জানা গিয়েছে বেনফিস চিংড়ি প্রকল্পের স্পাইরাল লোহার সিঁড়ি ভেঙে ৭০ ফুট ওপর থেকে পড়ে যান দুই ঠিকাকর্মী সোমনাথ দাস ও নারায়ণ চন্দ্র ঘোষ।দুই জনেই প্লাম্বারকর্মী ছিলেন। কলকাতার হাইড রোডের বাসিন্দা ৩৪ বছর বয়সী সোমনাথ দাসেকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ওই বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে নারায়ণ চন্দ্র ঘোষের। ক্যানিং থানার পিয়ালিতে বাড়ি বছর পঞ্চাশের নারায়নবাবুর।    

আরও পড়ুন - ধর্মতলায় ঝাঁঝালো গন্ধের আতঙ্ক! গন্ধের উত্স কোথায়, গ্যাস লিক?

পঞ্চসায়রের বেনফিস চিংড়ি প্রকল্পের স্পাইরাল লোহার সিঁড়িটি জরাজীর্ণ। লোহার পাকানো সিঁড়ি বহুবার সরানোর কথা বলা হয়েছিল। কিন্তু কেউ কর্ণপাত করেনি। কর্মীরাও ভয়ে কিছু বলতে চাইছেন না । তবে তাঁদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছেই।

Tags:
.