মহাকরণে আগুন কাণ্ডে নয়া মোড়, অভিযুক্তকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলল

মহাকরণের হোম পাবলিকেশন বিভাগে কেরোসিন তেল কাণ্ডে নয়া মোড়। ধৃত কিটনাশক সংস্থার কর্মী জ্যোর্তিময় নন্দীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। জেরায় ধৃত যুবক পুলসকে জানিয়েছেন, মহকরণের ওই বিভাগে দীর্ঘদিন ধরে কিটনাশক ছড়ানোর কাজ করেন তিনি। কিটনাশকটি কেরোসিন তেলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হয়। প্রতি সপ্তাহে শুক্রবার তাঁর কিটনাশক ছড়ানোর দিন। কারণ শনিবার, রবিবার মহাকরণ ছুটি থাকে। কিটনাশকের ঝাঁঝ সোমবারের মধ্যে লঘু হয়ে যায়।

Updated By: Dec 1, 2013, 07:11 PM IST

মহাকরণের হোম পাবলিকেশন বিভাগে কেরোসিন তেল কাণ্ডে নয়া মোড়। ধৃত কিটনাশক সংস্থার কর্মী জ্যোর্তিময় নন্দীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিস। জেরায় ধৃত যুবক পুলসকে জানিয়েছেন, মহকরণের ওই বিভাগে দীর্ঘদিন ধরে কিটনাশক ছড়ানোর কাজ করেন তিনি। কিটনাশকটি কেরোসিন তেলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হয়। প্রতি সপ্তাহে শুক্রবার তাঁর কিটনাশক ছড়ানোর দিন। কারণ শনিবার, রবিবার মহাকরণ ছুটি থাকে। কিটনাশকের ঝাঁঝ সোমবারের মধ্যে লঘু হয়ে যায়।

প্রতিবারই কিটনাশক ছড়ানোর পর কিছুটা কেরোসিন তেল বাড়তি হত। ধৃতের দাবি, সেই বাড়তি কেরোসিন প্রতিবারই দফতরের রেজিস্ট্রার বিস্ময় রায়ের নির্দেশে মেঝেতে ছড়িয়ে দিতেন তিনি। হোম পাবলিকেশন বিভাগের রেজিস্ট্রার বিস্ময় রায়ের ভূমিকা খতিয়ে দেখছে পুলিস। কোনও রকম গেটপাস ছাড়া কীভাবে কিটনাশক সংস্থার কর্মী জ্যোর্তিময় নন্দী মহাকরণে ঢুকতেন তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ধৃতের কাছ থেকে কোনও মহকরণে কিটনাশক কাজ করার কোনও সরকারি অনুমতিপত্র মেলেনি। সরকারি অনুমোদন ছাড়া কীভাবে তাঁকে দিয়ে রেজিস্ট্রার কাজ করাতেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জ্যোর্তিময় নন্দীর বিরুদ্ধে ৪৩৬ এবং ৫১১ ধারায় সরকারি সম্পত্তিতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে মামলা রজু করেছে পুলিস। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।

.