Yaas Update: দুর্যোগ কেটে গিয়েছে, শহরের সমস্ত ফ্লাইওভার খুলে দিল Kolkata Police
ফের রোদ উঠেছে শহরের আকাশে।
নিজস্ব প্রতিবেদন: দুর্যোগ কেটে গিয়েছে। রোদ উঠেছে কলকাতার আকাশে। শহরের সবকটি উড়ালপুল ফের খুলে উড়ালপুল বা ফ্লাইওভার খুলে দিল কলকাতা পুলিস। যান চলাচলে আর কোনও বাধা নেই।
বঙ্গোপসাগরে ফের প্রবল ঘুর্ণিঝড়। ইয়াস মোকাবিলায় তত্পরত ছিল প্রশাসন। গতকাল রাতভর যখন নবান্নের কন্ট্রোলরুমে বসে পরিস্থিতি উপর নজর রাখলেন মুখ্যমন্ত্রী, তখন চুপ করে বসে ছিলেন না লালবাজারের কর্তারাও। সকালে আগাম সতর্কতায় বন্ধ করে দেওয়া হয় এজেসি বোস ফ্লাইভার, মা ফ্লাইওভার, চিংড়িঘাটা ফ্লাইওভার-সহ শহরের সবকটি উড়ালপুল। কলকাতা পুলিসে তরফে জানানো হয়, ঝড়ের সময়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেকারণেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: Yaas ও ভরা কোটালের দাপটে জলস্ফীতি, বেলুড়ে ঢুকল গঙ্গার জল
এদিকে নির্ধারিত সময়ের আগে ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘুর্ণিঝড় ইয়াস। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী এলাকায়। কম-বেশি দুর্যোগ চলল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে রক্ষা পেয়েছে কলকাতা। সকালের দিকে শহরের কোথাও কোথাও অবশ্য হাল্কা বৃষ্টি হয়েছে। সঙ্গে হাওয়া।
Traffic update:-
The following flyovers are free to traffic:
1. Maa Flyover,
2. AJC Bose Flyover,
3. Park Street Flyover,
4. Ultadanga Flyover,
5. Gariahat Flyover.— DCP Traffic Kolkata (@KPTrafficDept) May 26, 2021
Traffic update:-
Garden Reach Flyover and Chingrighata Flyover are free to traffic.— DCP Traffic Kolkata (@KPTrafficDept) May 26, 2021
Traffic update:-
Taratala Flyover is free to traffic.— DCP Traffic Kolkata (@KPTrafficDept) May 26, 2021
Traffic update:-
Lock Gate Flyover is free to traffic.— DCP Traffic Kolkata (@KPTrafficDept) May 26, 2021
দুপুর গড়াতেই একে একে যানচলাচলের জন্য খুলে দেওয়া হল ফ্লাইওভারগুলিও।