সাতসকালেই নারকেলডাঙায় বোমাবাজি, গুলিবিদ্ধ ১

এদিন সকালে তিন যুবক বাইকে এসে প্রথমে বোমাবাজি করে। রাস্তাঘাট ফাঁকাই ছিল। তারা এক যবুককে লক্ষ্য করে গুলি করে। 

Updated By: Aug 16, 2018, 11:34 AM IST
সাতসকালেই নারকেলডাঙায় বোমাবাজি, গুলিবিদ্ধ ১

 নিজস্ব প্রতিবেদন:  সকালের ব্যস্ততা তখনও শুরু হয়নি। সাতসকালেই আচমকা গুলির শব্দ। প্রথম গুলির শব্দে বিশেষ একটা আমল দেননি স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই শুরু হয় বোমাবাজি। এলোপাথাড়ি বোমা পড়ার শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দেখা যায় মাঝ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছে এক যুবক। বৃহস্পতিবার সকালে নারকেলডাঙায় ভয়ঙ্কর ঘটনা।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিন যুবক বাইকে এসে প্রথমে বোমাবাজি করে। রাস্তাঘাট ফাঁকাই ছিল। তারা এক যবুককে লক্ষ্য করে গুলি করে। জানা গিয়েছে, ওই যুবকের নাম দানিশ। তিনি ওই এলাকারই বাসিন্দা। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: জলে নয়, বালি খুঁড়লেই মিলছে রুই মাছ! ওজন আবার ৫০০ গ্রাম...

খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারকেলডাঙা থানার পুলিস। এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিস। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

.