বিশ্বের সেরা পাঁচ নামজাদা বিয়ার কথন

আগামিকাল, সোমবার বিশ্ব বিয়ার দিবস। হ্যাঁ, ঠিকই শুনছেন পৃথিবীর প্রাচীনতম ও জনপ্রিয়তম বিয়ার উত্‍সব পালন হবে বিশ্বজুড়ে। আসুন দেখে এই সুযোগে জেনে নিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচ বিয়ার-দের কথা-

Updated By: Sep 6, 2015, 10:24 AM IST
বিশ্বের সেরা পাঁচ নামজাদা বিয়ার কথন

ওয়েব ডেস্ক: আগামিকাল, সোমবার বিশ্ব বিয়ার দিবস। হ্যাঁ, ঠিকই শুনছেন পৃথিবীর প্রাচীনতম ও জনপ্রিয়তম বিয়ার উত্‍সব পালন হবে বিশ্বজুড়ে। আসুন দেখে এই সুযোগে জেনে নিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচ বিয়ার-দের কথা-

৫) জোম্বি ডাস্ট -
মার্কিন এই বিয়ারের খ্যাতি বিশ্বব্যাপি। এই বিয়ারে ABV বা অ্যালকোহলের পরিমাণ মাত্র ৬.২ শতাংশ। এই কম পরিমাণ অ্যালকোহল দিয়ে মাত করে দেয় জোম্বি ডাস্ট। জোম্বি ডাস্ট যারা নিয়মিত খান, তারা বলেন এই বিয়ারের স্বাদ নাকি বাকিদের চেয়ে একদম আলাদা

৪) সুসান-
এই বিয়ারে ABV বা অ্যালকোহলের পরিমাণ মাত্র ৬ শতাংশ। এই বিয়ার খেলে নাকি খারাপ মুড একেবারে ঠিক হয়ে যায়।

৩) ফ্রামবুস-
কোন কার্বনেশান ছাড়াই রুবি রেড লাম্বিক স্টাইলের বিয়ার আমেরিকার এক নম্বর বিয়ার। এই বিয়ারে ABV বা অ্যালকোহলের পরিমাণ ৫ শতাংশ

২)  অ্যান (হিল ফার্মস্টিড)-
ফরাসি ওক ওয়াইন ব্যারেলের সঙ্গে মধু মিশিয়ে তৈরি হয় এই বিয়ার। এই বিয়ারে ABV বা অ্যালকোহলের পরিমাণ ৬.৫ শতাংশ। দাম একটু চড়া, তবে স্বাদ, গন্ধ আর গুণে কোনও জবাব নেই।

১)  উইসকনসিন বেলজিয়ান রেড (নিউ গ্লারুস)-
প্রতি বোতলে বেলজিয়াম স্টাইলে লাল রঙের বিয়ার। সঙ্গে কাউন্টি চেরির স্বাদ। এই বিয়ারে ABV বা অ্যালকোহলের পরিমাণ ৪ শতাংশ। বিশ্বের সর্বত্র বন্দিত এই বিয়ার। সবার পছন্দের। ফুটবল, টেনিস ক্রিকেট মাঠই হোক বা কোন পাঁচতারা হোটেল এই বিয়ারের চাহিদা সব জায়গায়।

 

.