অবলুপ্তির পথে আফ্রিকার রাজা

আফ্রিকা শুনলেই প্রথমেই মনে আসে সিংহ। জঙ্গলের রাজা। কিন্তু আফ্রিকার সেই সম্পদই এখন অবলুপ্তির পথে। সোমবার এনডেঞ্জার্ড স্পিসিস অ্যাক্টে আফ্রিকার সিংহ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছে ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস। এদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আফ্রিকার সিংহের মোট সংখ্যা ৭০ শতাংশ শুধুমাত্র মহাদেশের ১০টি এলাকায় সীমাবদ্ধ।

Updated By: Oct 28, 2014, 03:00 PM IST
অবলুপ্তির পথে আফ্রিকার রাজা

ওয়েব ডেস্ক: আফ্রিকা শুনলেই প্রথমেই মনে আসে সিংহ। জঙ্গলের রাজা। কিন্তু আফ্রিকার সেই সম্পদই এখন অবলুপ্তির পথে। সোমবার এনডেঞ্জার্ড স্পিসিস অ্যাক্টে আফ্রিকার সিংহ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করেছে ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস। এদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আফ্রিকার সিংহের মোট সংখ্যা ৭০ শতাংশ শুধুমাত্র মহাদেশের ১০টি এলাকায় সীমাবদ্ধ।

ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের ডিরেক্টর ড্যান অ্যাশে জানান, এনডেঞ্জার্ড প্রাণীদের ক্ষেত্রে ইউএস আইন মেনে সবরকম সংরক্ষণের ব্যবস্থা করা হবে। তবে এটা শুধু আফ্রিকার মানুষদের দায়িত্ব নয়। আমাদের সকলের দায়িত্ব আফ্রিকার সিংহ রক্ষা করা। আগামী প্রজন্মের জন্য বন্যপ্রাণীদের জীবিত থাকা খুবই গুরুত্বপূর্ণ।

 

.