বানানে ভুল থাকলে ডেটিং সাইট থেকে মিলবে না মনের মতো সঙ্গী! দাবি সমীক্ষায়

আপনার প্রোফাইলে যদি বানান ভুল থাকে তাহলে মনের মতো সঙ্গীর কাছ থেকে আপনার সাড়া পাওয়ার সম্ভবনা অনেকটাই কমে যায়।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 14, 2020, 02:56 PM IST
বানানে ভুল থাকলে ডেটিং সাইট থেকে মিলবে না মনের মতো সঙ্গী! দাবি সমীক্ষায়

নিজস্ব প্রতিবেদন: প্রেম করার ইচ্ছা থাকলে আপনাকে বানানের দিকে নজর দিতেই হবে। অনেক ডেটিং সাইট-এ দেখা গিয়েছে প্রেম ভাঙ্গার অন্যতম কারণ বানানের ভুল। সম্প্রতি অনলাইন ডেটিং সাইট ই-হারমোনি (eharmony)-এর একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আপনার প্রোফাইলে যদি বানান ভুল থাকে তাহলে মনের মতো সঙ্গীর কাছ থেকে আপনার সাড়া পাওয়ার সম্ভবনা ১৪% কমে যায়। এই সমীক্ষায় দেখা গিয়েছে, সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ৮৮ শতাংশ মেয়েরা আর প্রায় ৭৫ শতাংশ ছেলেরা গুরুত্ব দেয় বানান ও ব্যকরণকে। তাহলে কী ভাবে এই সমস্যার সমাধান মিলবে? আসুন জেনে নিন...

আরও পড়ুন: ৭৫ শতাংশ ক্ষেত্রেই স্তন ক্যান্সার ঠেকাতে পারে ব্রকোলি, দাবি বিজ্ঞানীদের

সমস্যার চারটি সহজ সমাধান:

১) কোনও কিছু লেখার আগে গুগলে তার বানান আর ব্যকরণ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।

২) 'বাংলিশ'-এ নয়, হয় বাংলায়, হিন্দিতে কিংবা ইংলিশে কথা বলুন। অর্থাৎ, যে ভাষায় আপনি দক্ষ সে ভাষাতেই কথা বলুন।

৩) প্রয়োজনে বই পড়ুন।

৪) মাথায় রাখবেন বানান ভু্ল কিন্তু কথার অর্থ বদলে দেয়।ভুল বানানে সাড়া পাওয়ার বদলে হাসির পাত্র হতে পারেন।

.