Yearly Horoscope: মকর রাশির বছর শুরু হবে প্রতিকুল ভাবেই। কাজ কর্মে অগ্রগতি তেমন মিলবে না। ২ মাস শেষ হলেও, কেমন যাবে মকর রাশির ২০২৪ সাল, ভালো নাকি খারাপ? জেনে নিন,
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ মাস শেষ হলেও, কেমন যাবে মকর রাশির ২০২৪ সাল, ভালো নাকি খারাপ? জেনে নিন,
বছরের শুরু হবে ভালো ও শুভ ইঙ্গিত দিয়ে,চারপাশের অবস্থা আপনার অনুকুল থাকবে। চলতি বছরে কাজ কর্মে অগ্রগতি মিলবে।
আরও পড়ুন: Ajker Rashifal | Horoscope Today: সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বৃশ্চিকের, ধৈর্য রাখতে হবে কর্কটকে, কেমন যাবে আপনার আজকের দিন?
মকরের ২০২৪ এর শুভ যোগ:-
১. এই রাশির জাতকদের মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তথা স্বাস্থ্য গত সমস্যা সমাধানের পথ পাবেন।
২. বাড়িতে কোন বড় কেনাকাটা বা বাড়ির মেরামত বা ডেকোরেশন বা বাড়িতে কোন ধর্মীয় অনুষ্ঠানের সম্ভবনা।
৩. কোন মুল্যবান ধাতু বা জিনিস পত্র কেনার সম্ভবনা রয়েছে চলতি বছরে।
৪. আপনার মন, ধর্ম পরকাল আধ্যাত্মিকতায় ঝুকবে। ঈশ্বরকে বেশি স্মরণ করবেন।
৫. চাকরি, ব্যবসা বানিজ্যের সমস্যা গুলো সমাধান করার পথ পেয়ে যাবেন।
৬. বাবার সঙ্গে সম্পর্কের উন্নতির সম্ভবনা।
৭. সমাজে মান সম্মান বৃদ্বির সম্ভবনা।
৮. ভ্রমন ও ঘোরার জন্য মন কিছু অস্থির হতে পারে।ভ্রমন যোগ ভালো দেখা যায়।
৯. উচ্চতর শিক্ষা ও ধর্মের প্রতি আগ্রহ বিশ্বাস ভক্তি বাড়ার সম্ভবনা।
আরও পড়ুন: 5 Myths about Sleep: ঘুম সম্পর্কে এই ৫ ভুল ধারণা দুর করুন আজই...
মকরের ২০২৪ এর অশুভ যোগ:-
১. বছরের শুরুতে টাকা পয়সার ভাগ্য একটু খারাপ থাকবে। টাকা হাতে আসা কঠিন হবে।আসি আসি বলে আসতে চাইবে না।
২. বড় কোন ইনভেস্টমেন্ট করা অনুচিত হবে, সারা বছর জুড়েই। যদি ভেবে চিন্তে না করা হয় তাহলে টাকা ডুবে যাবার সম্ভবনা বেশি।
৩. পরিবার বা পরিবারের কোন সদস্যের খারাপ আচরনে পরিবার থেকে আলাদা হবার মনোবৃত্তি জাগতে পারে।
৪. গলা,কন্ঠ নালী,টনসিল সম্পর্কিত কোন সমস্যা দেখা দিতে পারে।
৫. আপনার মুখের ভাষা কটু ও বিরক্তিকর শোনাতে পারে অন্যের কাছে।ফলে অধীনস্হ কর্মচারী বা বন্ধু বান্ধব আপনাকে ভুল বুঝে আপনার বিরোধি হতে যেতে পারে।তাই কথা কম এবং মধুর ভাবে বলা বাঞ্চনীয়।
৬. মনের কনফিডেন্স লেভেল লো লো থাকবে।আগে যে গতিতে কাজ করতে পারতেন সেই গতিতে ভাটা পড়বে।
৭. আত্মীয়,স্বজন পাড়া প্রতিবেশিদের সাথে সম্পর্ক নষ্ট তথা বিরোধ বাড়তে পারে।
৮. মুত্র নালী,মুত্র সম্পর্কিত, যৌন অংগ সম্পর্কিত কোন সমস্যা দেখা দিতে পারে।স্বামী স্ত্রীর মধ্যে কিছু মন মালিন্যের যোগ দেখা যায়।
৯. বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়া, মন মালিন্যের সম্ভবনা আছে।
আগামীকাল আসবে, ধনু রাশির বছর কেমন যাবে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.