তারাদের গাড়ি

এ এক আজব গাড়ির মেলা। বলিউড সুপারস্টারদের গ্যারাজে ঢুঁ মারলে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। বিএমডব্লু থেকে বেন্টলে, ল্যাম্বরগিনি থেকে জাগুয়ার, পোর্শে থেকে রোলস রয়েস, কী নেই!

Updated By: Oct 18, 2016, 09:46 AM IST
তারাদের গাড়ি

ওয়েব ডেস্ক: এ এক আজব গাড়ির মেলা। বলিউড সুপারস্টারদের গ্যারাজে ঢুঁ মারলে এমনটাই মনে হওয়া স্বাভাবিক। বিএমডব্লু থেকে বেন্টলে, ল্যাম্বরগিনি থেকে জাগুয়ার, পোর্শে থেকে রোলস রয়েস, কী নেই!

চলুন একটু ঘুরে আসি মুম্বইয়ের পশ এলাকায়। বান্দ্রা হোক বা পালি হিলস, জুহু হোক বা লোখান্ডওয়ালা। হয়তো গেছেন। কিন্তু গ্যারাজে ঢুকেছেন কি? রুপোলি পর্দায় যাঁদের অভিনয়ে আমরা বুঁদ হয়ে থাকি, তাঁদের গ্যারাজ। নাহ্, বললেই অবশ্য সেই সব ঝাঁ চকচকে অন্দরমহলে উঁকি দেওয়া সম্ভব নয়। সেই সব গ্যারাজে উঁকি দিলে অবশ্য চক্ষু চড়কগাছ হবেই। দামি বিদেশি গাড়ি লাইন দিয়ে দাঁড়ানো। সেই সব গাড়িতে চড়তে হয়তো পারবেন না, কিন্তু দুধের স্বাদ ঘোলে তো মিটবে। তেমনই এক বাহন-সফর।

আরও পড়ুন- মিনারেল ওয়াটার বা ঠান্ডা পানীয়ের দাম বেশি নিলে হতে পারে জেল-জরিমানা

শাহরুখের গ্যারাজে ছ-ছটা গাড়ি। নতুন সংযোজন বিএমডব্লু আই এইট। দাম তিন কোটি তিরিশ লাখ। মাত্র পাঁচ সেকেন্ডে একশো কিলোমিটার ছুটতে পারে এই হাইব্রিড গাড়ি। যে গাড়ি তেলেও চলে, বিদ্যুতেও চলে।

বিয়াল্লিশতম জন্মদিনে হৃত্বিক রোশনের গ্যারাজে ঢুকেছে রোলস রয়েস। সেই গাড়ির প্রথম সওয়ারি তাঁর দুই ছেলে রেহান ও রিধান।

শিল্পা শেট্টি তো নতুন বিএমডব্লু কিনেই ছেলে বিহানকে নিয়ে বেরিয়ে পড়েন। তাঁর গ্যারাজে রয়েছে বেন্টলে ও মার্সিডিজের মতো গাড়িও।

জন আব্রাহামের গ্যারাজে ঢুকেছে ল্যাম্বরজিনি গালার্ডো।

রণবীর কাপুরের গ্যারাজে উঁকি মারলে চোখে পড়বে আডি আর এইট।

বাবা সুরেশ ওবেরয়ের কাছ থেকে মার্সিডিজ গিফ্‍ট পেয়েছেন বিবেক ওবেরয়।

প্রিয়াঙ্কা চোপড়ার গ্যারাজেও জ্বলজ্বল করছে সুপার ক্লাস মার্সিডিজ।

সঞ্জয় দত্তের কাছে রয়েছে অভিজাত রোলস রয়েস।

শহিদ কাপুরের গ্যারাজে লাল রঙের জাগুয়ার।

বলিউডের নাম্বার ওয়ান অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বাড়িতে রয়েছে অডি কিউ সেভেন।

বিএমডব্লু চাপেন অজয় দেবগন।

অক্ষয় কুমারের রয়েছে পোর্শে কেয়ানি।

বিগ বির বাড়িতে রোলস রয়েস ফ্যান্টম।

রেঞ্জ রোভারে চড়েন বিরাট কোহলির বান্ধবী অনুষ্কা শর্মা।

নিত্যনতুন গাড়ি চড়তে ভালবাসেন সইফ আলি খান। তাঁর গ্যারাজে ঢুঁ মারলে দেখা যাবে বিএমডব্লু, লেক্সাস 470 এবং সাদা রেঞ্জ রোভার।

বিদ্যা বালনকে বাবার দেওয়া উপহার মার্সিডিজ ই-350।

আমির খানের গ্যারাজে রয়েছে বেন্টলে। দুহাজার চোদ্দয় দশ কোটি দিয়ে মার্সিডিজ বেঞ্জ এস 600 কেনেন তিনি। বুলেট এবং বিস্ফোরক রোধক সেই গাড়ি।

স্ত্রী অবন্তিকাকে নিয়ে ফেরারি চড়েন ইমরান খান।

নীল নীতিন মুকেশের গ্যারাজে রয়েছে অডি কিউ সেভেন।

'প্রকৃত বন্ধু' চিনুন

কঙ্গনা রানাউতের কাছে রয়েছে বিএমডব্লু।

এমরান হাসমির রয়েছে অডি কিউ সেভেন।

পরিচালক রোহিত শেট্টি চড়েন বিএমডব্লু।

অর্জুন রামপালের গ্যারাজে রয়েছে পোর্শে কেয়ানি।

ল্যান্ড ক্রুইজার লেক্সাস চড়েন আরবাজ খান।

সোনু সুদেরও রয়েছে অডি কিউ সেভেন।

সাজিদ নাদিয়াদওয়ালা কাছে রয়েছে বেন্টলে।

বাবা মিঠুনের কাছ থেকে মার্সিডিজ গিফ্‍ট পেয়েছেন মহাক্ষয় চক্রবর্তী।

জাতীয় পুরস্কার পাওয়া রাজকুমার রাও কিনেছেন অডি কিউ সেভেন।

সুভাষ ঘাইয়ের কাঞ্চিতে অভিনয় করেন মিষ্টি চক্রবর্তী। তার পরেই তাঁর মা তাঁকে গিফ্‍ট করেন একটি স্পোর্টস কার। বিদেশ থেকে আনানো হয় গাড়িটি।

শ্রেয়স তলপাড়ের কাছে রয়েছে অডি।

তাপসী পান্নু কিনেছেন বিএমডব্লু।

জারিন খানের কাছেও রয়েছে অডি।

কি, দুধের স্বাদ ঘোলে মিটল তো!

.