বর্ষশেষের উচ্ছাস
বাইবাই থেকে ওয়েলকাম। ষোল থেকে সতেরো। বর্তমানের প্রতি মায়া, নস্ট্যালজিয়া থেকে নতুনের আহ্বান। হতে আর কয়েকঘণ্টার ব্যবধান। আর সেই ব্যবধানের সময়টাতে যে কে কী করে কাটাবে তাই নিয়ে গোটা ডিসেম্বর আলাপ আলোচনার শেষ থাকে না। পিকনিক, ঘুরতে যাওয়া কত কী। সঙ্গে অবশ্যই চিড়িয়াখানা। চিড়িয়াখানা প্রত্যেকবারের মত এবারও বছরের শেষ দিনে ভিড়ে থইথই।
ওয়েব ডেস্ক: বাইবাই থেকে ওয়েলকাম। ষোল থেকে সতেরো। বর্তমানের প্রতি মায়া, নস্ট্যালজিয়া থেকে নতুনের আহ্বান। হতে আর কয়েকঘণ্টার ব্যবধান। আর সেই ব্যবধানের সময়টাতে যে কে কী করে কাটাবে তাই নিয়ে গোটা ডিসেম্বর আলাপ আলোচনার শেষ থাকে না। পিকনিক, ঘুরতে যাওয়া কত কী। সঙ্গে অবশ্যই চিড়িয়াখানা। চিড়িয়াখানা প্রত্যেকবারের মত এবারও বছরের শেষ দিনে ভিড়ে থইথই।
আরও পড়ুন- অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যালে টিম কিরীটী, স্বাদ বদলান আপনিও
ছোটদের নিয়ে বড়দের ডে আউটে সরগরম কলকাতা জু। জিরাফের খাঁচা থেকে ম্যাকাওয়ের ওড়াওড়ি। কিম্বা সতরঞ্জি বিছিয়ে কেবল হুল্লোর, বছরের শেষ দিন চিড়িয়াখানা রোদ মাখছে আগামিকে স্বাগত জানাতে। আর এই মিঠে রোদ গায়ে মেখে তেতে উঠছে বাঙালী। সেই উত্তাপের আঁচেই উষ্ণ অভ্যর্থনা পাবে আগামী।