মহাকাশে চিনের নতুন space station, spacewalk-এ নামলেন দুই নভশ্চারী

প্রথমবারের জন্য স্পেস ওয়াক করতে চলেছেন মহাকাশচারী লিউ বোমিং এবং ট্যাং হোংবো। 

Updated By: Jul 4, 2021, 08:21 PM IST
মহাকাশে চিনের নতুন space station, spacewalk-এ নামলেন দুই নভশ্চারী

নিজস্ব প্রতিবেদন: মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরি করার পরিকল্পনা করেছ অনেক দিন ধরেই। আর সেই স্পেস স্টেশ্ন তৈরির কাজে মনুষ্যহীন রকেট পাঠিয়েছে শি জিনপিংয়ের দেশ। এবার সেই স্টেশন থেকেই প্রথমবারের জন্য স্পেস ওয়াক করতে চলেছেন মহাকাশচারী লিউ বোমিং এবং ট্যাং হোংবো। 

রবিবার চিনের নতুন অরবিটাল স্টেশনের বাইরে একটি ১৫মিটার (৫০ফুট) দীর্ঘ রোবোটিক হাত লাগানোর জন্য প্রথম স্পেসওয়াক করবেন দুই মহাকাশ্চারী। মহাকাশে তৃতীয় ক্রু মেম্বার কমান্ডার নিই হাইশেং রকেটের ভিতরেই।

আরও পড়ুন, 'চোখ নাচা' একটি মারাত্মক রোগের লক্ষণ! উপেক্ষা না করে সতর্ক থাকুন

মহাকাশচারী চিনের তৃতীয় অরবিটাল স্টেশনে তিন মাসের মিশনে ১৭ জুন পৌঁছেছিলেন। মে মাসে মঙ্গলবারে একটি রোবট রোভার অবতরণ করেছিল।  চিনের স্পেস স্টেশনের এই কোর মডিউলের নাম 'তিয়ানহে'।

রবিবার লিউ এবং টাং একটি রোবোটিক আর্ম স্থাপন করেছিলেন। স্টেশনের বাকী অংশগুলিকে একত্রিত করতে সেই আর্ম ব্যবহার করা হবে। আগামী বছরের শেষের দিকে মোট ১১ টি লঞ্চের পরিকল্পনা করেছে চিনা মহাকাশ সংস্থা।

.