এক মিনিটেই জলের বোতল ঝকঝকে ও জীবানু মুক্ত করে ফেলুন (ভিডিও)

জলের বোতল প্রত্যেকদিন ভালো করে পরিস্কার করা প্রয়োজন। কারণ, সারাদিন ওই বোতলেই আমরা জল খাই। কত জায়গায় বোতলটি ব্যবহার করি। ফলে বোতলে অনেক জীবানু ঢুকে যেতে পারে। ভালো করে পরিস্কার না করলে বোতলের জীবানু আমাদের শরীরে ঢুকে যেতে পারে। আর এর ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি।

Updated By: Jul 19, 2016, 04:24 PM IST
এক মিনিটেই জলের বোতল ঝকঝকে ও জীবানু মুক্ত করে ফেলুন (ভিডিও)

ওয়েব ডেস্ক: জলের বোতল প্রত্যেকদিন ভালো করে পরিস্কার করা প্রয়োজন। কারণ, সারাদিন ওই বোতলেই আমরা জল খাই। কত জায়গায় বোতলটি ব্যবহার করি। ফলে বোতলে অনেক জীবানু ঢুকে যেতে পারে। ভালো করে পরিস্কার না করলে বোতলের জীবানু আমাদের শরীরে ঢুকে যেতে পারে। আর এর ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি।

আরও পড়ুন এই জিনিসগুলি ধার করার অর্থ আপনি নিজের দুর্ভাগ্য ডেকে আসছেন!

তাই শুধু সাবান দিয়ে জলের বোতল ধুলেই চলবে না। এমন ভাবে পরিস্কার করতে হবে, যেন কোনওরকম জীবানু না থেকে যায়। তাই মাত্র ১ মিনিটেই কীভাবে জীবানু মুক্ত করে বোতল ঝকঝকে পরিস্কার করবেন, দেখে নিন ভিডিওতে।

.