কোন রাশির কী বদগুণ? জেনে নিন এখনই
রোজ সকালে উঠে রাশিফলে চোখ বুলানো কি আপনার অভ্যাস? তাহলে আপনাকে এই লেখাটা পড়তেই হচ্ছে! জানতেই হচ্ছে, কোন রাশির কী বদগুণ।
ওয়েব ডেস্ক : রোজ সকালে উঠে রাশিফলে চোখ বুলানো কি আপনার অভ্যাস? তাহলে আপনাকে এই লেখাটা পড়তেই হচ্ছে! জানতেই হচ্ছে, কোন রাশির কী বদগুণ।
এরিস (২১ মার্চ থেকে ২০ এপ্রিল)- লোভী, তর্কবাগীশ, অশান্ত, বদমেজাজি, স্পষ্টবক্তা।
টরাস (২১ এপ্রিল থেকে ২১ মে)- গবেট, নির্বোধ, লোভী।
জেমিনি (২২ মে থেকে ২২ জুন)- মুখরা, গুজবপ্রিয়, কামুক, অহঙ্কারী।
ক্যানসার (২৩ জুন থেকে ২৩ জুলাই)- অসম্ভব মুডি, খিটখিটে, সন্দেহবাতিক, সুবিধাবাদী, আলসেও।
লিও (২৪ জুলাই থেকে ২৩ অগাস্ট)- উদ্ধত, স্বার্থপর, অসহিষ্ণু, অহঙ্কারী।
ভার্গো (২৪ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর)- নেতিবাচক, সমালোচক, নিজের ভুল স্বীকার করে না, অবসেসিভ। সেক্স যেন গাড়ি সার্ভিস করার মতো!
লিব্রা (২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর )- অস্থিরমতি, অলস, সিদ্ধান্তহীনতা, ফ্লার্টিং।
স্কর্পিও (২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর)- লালসা, লালসা আর লালসা। ক্ষমতালোভী, অর্থলোভী, প্রতিশোধপ্রিয়। যৌনতা আপনার কাছে ক্ষমতার আস্ফালন।
স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর)- লালসা, লোভ, ডোমিনেটিং, কেয়ারলেস।
ক্যাপ্রিকন (২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি)- নীচ মানসিকতা, অস্থিরমতি, বিকৃত যৌনতা প্রিয়।
অ্যাকোয়ারিস (২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি)- অহঙ্কারী, অন্যের কী করে ক্ষতি করা যায় সেই চিন্তায় মত্ত, কিছুটা ক্ষাপাটে।
পিসেস (২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ)- হিংসুটে, আকর্ষণপ্রিয়।