Benefits of Twelve Faces Rudraksha: আপনার যে কোনও কঠিন রোগের উপশম বারোমুখী রুদ্রাক্ষে

রুদ্রাক্ষ নানা রকমের হয়। রুদ্রাক্ষ নানা মুখী হয়। প্রত্যেকটিরই আলাদা আলাদা গুরুত্ব। আলাদা আলাদা উপকারিতা।

Updated By: Sep 7, 2022, 06:47 PM IST
Benefits of Twelve Faces Rudraksha: আপনার যে কোনও কঠিন রোগের উপশম বারোমুখী রুদ্রাক্ষে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুদ্রাক্ষ হিন্দু ধর্মবিশ্বাসীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁরা শ্রদ্ধার সঙ্গে এটি ধারণ করেন। রুদ্রের অর্থাৎ, শিবের চোখ হিসেবে স্বীকৃত এই বস্তুটি। এর দ্রব্যগুণ প্রচুর। রুদ্রাক্ষ নানা রকমের হয়। প্রত্যেকটিরই আলাদা আলাদা গুরুত্ব। আলাদা আলাদা উপকারিতা। রুদ্রাক্ষ নানা মুখী হয়। এর মধ্যে বারোমুখী রুদ্রাক্ষ খুবই বিশেষ। যিনি বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তিনি সূর্যের আশীর্বাদ পান বলে বলা হয়। এই রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তিনি নাম, যশ, খ্যাতি, সাফল্য়, সম্পদ, প্রভাব, ক্ষমতা-- প্রায় সবই অর্জন করেন। এই রুদ্রাক্ষ ধারণ করলে মন সদা উৎফুল্ল থাকে। তিনি খুবই আশাবাদী থাকেন। এই রুদ্রাক্ষ শরীরকে নানা কঠিন ব্যাধি থেকে রক্ষা করে, শরীরে গড়ে তোলে বিশেষ প্রতিরোধশক্তি। 

কোন বিশেষ বিশেষ রোগে কার্যকরী এই রুদ্রাক্ষ? 

১ চোখের সমস্যা উপশম করে, বিশেষ করে ডান চোখের কোনও সমস্যা থাকলে সেক্ষেত্রে  বারোমুখী রুদ্রাক্ষ বিশেষ উপকারী

২ হাড়ের সমস্যা রোধ করে

৩ মানসিক উত্তেজনা বা উদ্বেগ প্রশমন করে

৪ হার্টের সমস্যা দূরে রাখে 

৫ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে বিশেষ শক্তি ও সক্ষমতা দান করে

কী ভাবে ধারণ করবেন রুদ্রাক্ষ:

১ সোমবার সূর্যোদয়ের আগে উঠে গায়ত্রীমন্ত্র উচ্চারণ করতে হবে

২ লাল সুতোয় ঝোলাতে হবে রুদ্রাক্ষ 

৩ রুদ্রাক্ষকে মুড়তে হবে রুপো বা সোনা 

৪ গলায় ধারণ করতে হবে এই রুদ্রাক্ষ

সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজনীতিবিদ, প্রশাসক, ব্যবসায়ী-- সকলের জন্যই কার্যকরী এই রুদ্রাক্ষ। দ্বাদশমুখী রুদ্রাক্ষ এর ধারককে শক্তি ও সাহস জোগায়, নির্ভীক করে। যে পরিস্থিতিতে মানুষ ভয় পায়, সেই পরিস্থিতিতেই সাহস জোগায় এই রুদ্রাক্ষ।   

সাধারণত নেপাল ও জাভার রুদ্রাক্ষকেই উৎকৃষ্ট এবং বেশি শক্তিশালী মনে করা হয়।   

(নোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিতে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.