ফেসবুক জীবনে একাকীত্ব নিয়ে আসে, 'উপহার' দেয় মানসিক অবসাদ

আপনি কি দিনের বেশীরভাগ সময়টাই ফেসবুকে কাটান? সতর্ক হন! মানসিক অবসাদ গ্রাস করতে পারে আপনার অস্তিস্বকে!

Updated By: Sep 8, 2014, 02:25 PM IST
ফেসবুক জীবনে একাকীত্ব নিয়ে আসে, 'উপহার' দেয় মানসিক অবসাদ

ওয়েব ডেস্ক: আপনি কি দিনের বেশীরভাগ সময়টাই ফেসবুকে কাটান? সতর্ক হন! মানসিক অবসাদ গ্রাস করতে পারে আপনার অস্তিস্বকে!

আপনার কি মাঝে মাঝেই মনে হয় ফেসবুকে আপনি সময় নষ্ট করছেন? অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত হচ্ছে আপনার? তবুও চোখ সরাতে পারছেন না ফেসবুকের পাতা থেকে? জেনে রাখুন আসলে কিন্তু ফেসবুকের মাধ্যমে অবসাদকেই সঙ্গী করছেন আপনি। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি যতই বর্তমান বিশ্বে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠুক না কেনো, এই সাইটগুলির লাগাতার ব্যবহার ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে। কমে যেতে পারে জীবনের প্রতি সন্তুষ্টি, হ্রাস হতে পারে সাধারণ জৈবিক চাহিদা, যখন তখন বিগরে যেতে পারে মেজাজ, বেড়ে যায় একাকীত্ব।

''খারাপ মেজাজের সঙ্গে ফেসবুকের একটা সম্পর্ক আছে।'' জানিয়েছেন অস্ট্রেলিয়ান মনোবিদ ক্রিস্টিনা সাগিওগলোউ।

ত্রিস্তরীয় গবেষণায় বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ১২৩ জনের উপর সমীক্ষা চালিয়েছেন। অধিকাংশই জানিয়েছেন ফেসবুকে বহুক্ষণ কাটাবার পর তাঁদের মেজাজ খারাপ হয়ে যায়। একাকীত্ব বৃদ্ধি পায়।

পরের পর্যায়ে তাঁরা গবেষণা চালিয়েছেন ২৬৩জনকে নিয়ে। ফলাফল একই পেয়েছেন।  

তৃতীয় পর্যায়ে ১০১ জন অ্যাক্টিভ ফেসবুক ইউসারকে বিভিন্নভাবে লাগাতার ফেসবুক নিয়ে প্রশ্ন করে গেছেন। বেশীরভাগ ক্ষেত্রেই তাঁরা জানিয়েছেন অতিরিক্ত ফেসবুকের নেশা তাঁদের একাকীত্বের দিকে ঠেলে দিয়েছে।

 

 

 

.